কলকাতানিউজরাজ্য

সরকারের টাকায় পুজোর খরচ নয়, কোন খাতে, কিভাবে খরচ? বলে দিল হাইকোর্ট

কি কি নিয়ম মানতে হবে? জেনে নিন-

Advertisement
Advertisement

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তবে এইবছর করোনা আবহে সমস্ত কিছুই বদলে গেছে। করোনার জন্য বিশেষ গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে। আর এইবছর রাজ্যের রেজিস্টার্ড পূজো মণ্ডপগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এবার রাজ্য সরকারের এই টাকা কিভাবে খরচ করা হবে, তা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। কোথায় কিভাবে খরচ করা হবে তার স্পষ্ট নির্দেশ পাঠাল হাইকোর্ট। সেই নির্দেশ মানতে হবে পুজো কমিটিগুলিকে।

কি কি নিয়ম মানতে হবে? জেনে নিন-

১) সাব ডিভিশন অফিসারদের অনুদানের ইউটিলাইজেশন সার্টিফিকেট ভাউচার-সহ কোন খাতে কত খরচ সেই হিসেব জমা দিতে হবে পুজো কমিটিকে।

২) পুলিস ও সামাজিকখাতে অনুদানের ২৫ শতাংশ খরচ করতে হবে।

৩) বাকি টাকার মধ্যে স্যানিটাইজেশন, মাস্ক কিনতে হবে। সেগুলির রসিদ রাখতে হবে।

৪) কোন খাতে কত টাকা খরচ করা যাবে। এর পাশাপাশি খরচের ভাউচারও রাখতে হবে। আর এই সব কিছু খেয়াল রাখতে হবে প্রশাসনকে।

Related Articles