টেক নিউজনিউজ

চমৎকার মাইলেজ, পুজোর আগেই মাসিক ২,৭২৭ টাকা EMI-তে বাড়ি আনুন নতুন Honda Livo

Advertisement
Advertisement

এবার মাত্র ৯০ টাকার বিনিময়ে বাড়িতে নিয়ে আসুন দুর্দান্ত একটি বাইক! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন আপনার সাথে মজা করা হচ্ছে। কারণ, এই টাকায় কী করেই বা বাইক কেনা সম্ভব। আসুন সেই বিষয়েই জেনে নিন। অনেক সময় দেখা যায় বাইক কেনার কিছুদিন পর তেল খরচা বাইকের দামকেও হার মানায়। তাই বর্তমানে বাইক কেনার ক্ষেত্রে যে বিষয়টি সবার প্রথমে দেখা হয় সেটি হলো মাইলেজ। এই বিষয়টিকে মাথায় করেই সম্প্রতি নতুনভাবে লঞ্চ হয়েছে ‘Honda Livo’।

যার ড্রাম ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য ৭৮,৫০০ টাকা। সবমিলিয়ে খরচ হবে ৯৩,৮৭২ টাকা। অন্যদিকে ডিস্ক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য ৮২,৫০০ টাকা এবং অন রোড মূল্য ৯৩,৮৭২ টাকা। আপনি যদি ড্রাম ভ্যারিয়েন্ট কিনতে চান আপনাকে ভীষণই কম টাকা খরচ করতে হবে। কারণ, ফাইন্যান্সে কেনার সুবিধা দিয়েছে সংস্থা। যেখানে ৯,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে আপনি বাইকটি বাড়িতে নিয়ে যেতে পারেন।

এক্ষেত্রে আপনাকে ৮৪,৮৭২ টাকা ৯.৭ শতাংশ সুদের হারে ৩ বছরে মাসিক ২,৭২৭ টাকা মাসিক কিস্তির মাধ্যমে শোধ করতে হবে। সেক্ষেত্রে আপনার দৈনিক খরচ দাড়াচ্ছে ৯০ টাকা অর্থাৎ দৈনিক ৯০ টাকার বিনিময়ে আপনি বাইকটি কিনতে পারবেন। এতে রয়েছে ১০ বছরের ওয়ারেন্টি যার মধ্যে ৩ বছর স্ট্যান্ডার্ড এবং ৭ বছরের বর্ধনশীল ওয়ারেন্টি।

এবার যদি এই বাইকের কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে এতে রয়েছে ১০৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা ৮.৬৭ হর্সপাওয়ার শক্তি এবং ৯.৩৭ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকটি নিয়ন্ত্রণ করবে ৪ স্পীড গিয়ারবক্স। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই বাইকটিতে ৭০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। বাইকটি আপনি তিনটি রংয়ের বিকল্পে কিনতে পারবেন। যেগুলি হলো ব্ল্যাক, অ্যাথলেটিক ব্লু মেটালিক এবং ম্যাট ক্রাস্ট মেটালিক।

Related Articles