নিউজরাজ্য

Yatri Sathi: পুজোর মুখেই চালু হলো দেশের প্রথম সরকারি ট্যাক্সি পরিষেবা ‘যাত্রী সাথী’

বাড়িতে বসেই 'যাত্রী সাথী'-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

Advertisement
Advertisement

পুজোর আগেই কলকাতাবাসীর জন্য সুখবর আনলো রাজ্য সরকার। যাত্রীদের সুবিধার্থে এবার কলকাতার রাস্তায় চলবে সরকার পরিচালিত ট্যাক্সি। গতকাল হাওড়া স্টেশন থেকে আনুষ্ঠানিক ভাবে সরকারি অ্যাপ ‘যাত্রী সাথী’ (Yatri Sathi) শুরু করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভার্চুয়াল মিটিং দ্বারা এই শুভ উদ্বোধন করেন। বেসরকারি অ্যাপ-ক্যাবের তুলনায় এবার অনেক কম খরচে পরিষেবা পাবেন যাত্রীরা। চলুন বিস্তারিত জেনে নিন।

প্রতিদিন শহর কলকাতা থেকে বহু মানুষ হাওড়া স্টেশনে যান এবং হাওড়া থেকে বহু মানুষ শহরমুখী হয়। আর যাত্রীদের সুবিধার্থে এবার সরকার যাত্রী সাথী অ্যাপ লঞ্চ করলো। এর মাধ্যমে যাত্রীরা কম খরচে গন্তব্যে পৌঁছে যেটা পারবেন। গতকাল হাওড়া, কলকাতা, সাতরাগাছি ও শিয়ালদহ রেল স্টেশন থেকে এই পরিষেবার সূচনা করা হলো। এই পরিষেবা গ্রহণ করার জন্য যাত্রীদের স্মার্টফোনে যাত্রী সাথী (Yatri Sathi) অ্যাপ ডাউনলোড করতে হবে।

গতকাল হাওড়া স্টেশনে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, বিধায়ক মদন মিত্র ও গৌতম চৌধুরী উপস্থিত থেকে এই পরিষেবার সূচনা করেন। এদিন সবুজ পতাকা নেড়ে যাত্রী সাথীর (Yatri Sathi) উদ্বোধন করা হয়। এ বিষয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘গত তিন মাস ধরে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। আজ থেকে সরকারিভাবে এই পরিষেবা চালু হল।’

মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি যাত্রী সাথী (Yatri Sathi) দেশের প্রথম সরকারি পরিষেবা। এদিন পরিবহন মন্ত্রী আরো জানিয়েছেন, ”এর মাধ্যমে যাত্রী এবং চালক দু’পক্ষেরই লাভ হবে। এতে যাত্রী ভাড়া কমার পাশাপাশি তাঁদের হয়রানি কমবে। আরও বেশি পরিমাণ ট্যাক্সিকে এই পরিষেবার আওতায় আনা হবে। যদি কারও কোনও অভিযোগ থাকে তবে, পরিবহণ দফতরের গ্রিভান্স সেলে অভিযোগ জানাতে পারবেন।’

Related Articles