নিউজলাইফস্টাইল

Keratin treatment: কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছেন? ভুলেও করবেন না এই ৫টি কাজ

কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে এইগুলি করলে বিপদ অনিবার্য

Advertisement
Advertisement

পুজোর আগেই অনেকে কেরাটিন ট্রিটমেন্ট (Keratin treatment) করবেন ভাবেছেন। তাদের জন্য আজকের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ। আসলে কেরাটিন এক প্রকার প্রোটিন। যা আমাদের চুলেই থাকে। তবে নানা কারণে চুলে এই প্রোটিনের মাত্রা কমতে শুরু করলে চুল পড়ার মতো অনেক সমস্যা দেখা যায়। তাই অনেকে চুলের যত্ন নিতে কেরাটিন ট্রিটমেন্ট করে থাকেন। তবে শুধু টাকা খরচ করে ট্রিটমেন্ট করলেই হবে না, নিতে হবে সঠিক যত্ন। কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর এই কাজ ভুলেও করবেন না।

১) কেরাটিন ট্রিটমেন্ট (Keratin treatment) করিয়ে আসার পর ভুলেও চুলে শ্যাম্পু করবেন না। প্রথম তিন দিন শ্যাম্পু করা চলবে না। তিন দিন পর স্যালোঁতে গিয়ে শ্যাম্পু করবেন। এতে কেরাটিন ট্রিটমেন্ট অনেকদিন স্থায়ী হয়। এরপর বাড়িতে সালফেট ও প্যারাবিন মুক্ত শ্যাম্পু চুলে দেবেন।

২) কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর কোন ভাবেই চুল বেঁধে রাখা যাবে না। এতে করে চুলের গঠন খারাপ হয়ে যায়। এমনকি চুলে বিনুনিও বাঁধা যাবে না যদি একান্তই চুল বাঁধতে চান, তাহলে দামি ব্যান্ড চুলে ব্যবহার করবেন।

৩) কেরাটিন ট্রিটমেন্ট (Keratin treatment) করানোর পর কোনো ভাবে চুলে তাপ দেওয়া যাবে না। এতে কেরাটিন নষ্ট হয়ে যায়। তাই কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে আসার পর চুলে হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যাবহার করবেন না। এতে পুরো কেরাটিনই নষ্ট হয়ে যাবে।

৪) কেরাটিন প্রোটিনের মাত্রা চুলে কমে যাওয়ার ফলে চুল পড়া বৃদ্ধি পায়। তাই কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে আসার পর, চুল পড়া রোধ করতে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচরাবেন। এ সময় চুলে ভুল করেও প্লাস্টিক দাঁতের চিরুনি ব্যবহার করবেন না।

৫) যদি ভাবেন বছরে একবার কেরাটিন ট্রিটমেন্ট (Keratin treatment) করলেই চুল ভালো থাকবে। তাহলে ভুল ভাবছেন। কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর প্রতি মাসে পার্লারে গিয়ে স্পা করবেন। স্পা করানোর ফলে চুলে আদ্রতার পাশাপাশি পুষ্টি বজায় থাকে। ফলে চুলও স্ট্রং হয়।

Related Articles