কলকাতানিউজরাজ্য

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের যেসব জেলা

আগামী মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বৃষ্টির সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার  হাওয়া বইবে।

Advertisement
Advertisement

নিম্নচাপের জের। ফের প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর জন্য শক্তিশালী হবে মৌসুমী অক্ষরেখা। আর যার জেরে আগামী মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বৃষ্টির সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার  হাওয়া বইবে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। কলকাতা সহ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদীয়া জেলাতে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে যে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। যার ফলে বৃষ্টি কমলেই গরম বাড়বে। আর ভ্যাপসা গরমে নাজেহাল হবে রাজ্যবাসী।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। সোমবার দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা আছে। আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

Related Articles