টেক নিউজনিউজ

Smart TV: স্মার্ট টিভির ব্যবসাতেও চূড়ান্ত পতন! এর কারণটি ঠিক কি?

স্মার্ট টিভি বিক্রিতে বড় পতন! হঠাৎ এই অবনতির কারণ কি মোবাইল?

Advertisement
Advertisement

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে বাজার ছেয়ে যাওয়া বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্যতেও। আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে বোকা বাক্স সাম্প্রতিককালে হয়ে উঠেছে অনেক বেশি স্মার্ট। কি সুবিধা পাওয়া যায় না তার মধ্যে থেকে? কিন্তু সাম্প্রতিক কালে আধুনিকতা ছোঁয়া লাগা স্মার্ট টিভি (Smart TV) বাজারে নিজের ব্যবসার ক্ষেত্রে ক্রমাগত অবনতির শিকার হচ্ছে। প্রতিদিন আধুনিক জীবনযাত্রার সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে আরো আধুনিক করে তোলা এই বিশেষ মাধ্যমটি আজকাল বাজারে আর নিজের আগের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারছে না। এই যন্ত্রটিকে আসলে আমদানি করে ভারত। কিন্তু আমদানির ক্ষেত্রেও বড় পতন লক্ষ্য করেছেন ব্যবসায়ীরা।

উপদেষ্টা সংস্থা কাউন্টারপয়েন্ট এর একটি রিসার্চের রিপোর্ট অনুযায়ী জানা যায় চলতি বছরের প্রথম ছ’মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে আমাদের দেশে স্মার্ট টিভির (Smart TV) আমদানি কমেছে ৫%। আমদানি কমার একমাত্র কারণ হলো সম্প্রতি কমেছে এই টিভির বিক্রি। মাত্র ৬ মাসের এই হিসেব আমাদের বুঝিয়ে দিচ্ছে ১ বছরে এই টিভির বিক্রি ৭% কমার আশঙ্কা রয়েছে। তবে ছোট টিভির চাহিদা কমলেও ৫৫ ইঞ্চি বা তার বড় পর্দার দামি এবং বড় টিভির চাহিদা বেড়েছে বাজারে।

মনে করা হচ্ছে আজকালকার দিনে টেলিভিশনের থেকেও বিনোদনের দুনিয়ায় অধিক জনপ্রিয়তা বাড়ছে ওটিটি প্ল্যাটফর্মের। শুধু নবীন প্রজন্ম নয় টিভি-র বদলে ওটিটি- তে মজেছেন প্রবীণ রাও । যে কারণে ‘এলসিডি’ বা ‘এলইডি’ টিভির রমরমা বাজারে ভাগ বসায় স্মার্ট টিভি। যে স্মার্ট টিভিতে নির্দিষ্ট সময়মত অনুষ্ঠিত হওয়া টিভির অনুষ্ঠান ছাড়াও মোবাইলের বদলে ইউটিউব বা ওটিটি-তে সিরিয়াল, সিরিজ, সিনেমা ইত্যাদি দেখা যায় অনেক বেশি আরামে এবং নিজের সময়-সুযোগ ও সুবিধামতো।। বর্তমানে জোগান বাড়ায় বড় স্মার্ট টিভির (Smart TV) দামও কিছুটা কমেছে।

কাউন্টার পয়েন্টের হিসাবে দেখা গেছে জানুয়ারি থেকে জুন অর্থাৎ শেষ ৬ মাসে দেশে আমদানি করা টিভির ৯১% হলো স্মার্ট-টিভি। অনলাইনে এই স্মার্ট টিভির (Smart TV) বিক্রি বেড়েছে ৩৯%। আমদানি কমার প্রসঙ্গে তারা বলেছেন- ‘‘চড়া মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক বাধাই এর মূল কারণ। যা মানুষকে অত্যাবশ্যক পণ্য কেনায় সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছে।’’ দামি স্মার্ট টিভির বিক্রি গত বছরের তুলনায় এবছর বেড়েছে ১৮%। অনেকেই মনে করছেন সময়ের অগ্রগতিতে সমাজের আর্থিক বৈষম্য নানা ক্ষেত্রে প্রকট হচ্ছে। কিছু মানুষ যেমন অত্যাধিক অর্থের অধিকারী হয়ে ভোগ্যপণ্য কেনার বিষয়ে অত্যধিক অর্থ ব্যায় করছেন কিন্তু ঠিক উল্টো পরিস্থিতিতে দেখা যাচ্ছে সমাজের একটি বড় অংশের হাতে নগদের জোগান কম। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া অন্য কিছু কিনতে পারছেন না তাঁরা। যার প্রভাব পড়ছে স্মার্ট টিভির উপরেও।

Related Articles