দেশনিউজ

মৃত মেয়ের স্বপ্ন পূরণে ৬৪ বছর বয়সে MBBS-এ ভর্তি হলেন বাবা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Advertisement
Advertisement

শিক্ষার কোনো ধর্ম হয়না, হয়না বয়সও। ৬৪ বছর বয়সে তা যেন আবার প্রমাণ করে দিলেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী জয় কিশোর। সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স NEET পরীক্ষায় কৃতকার্য হয়ে মেডিক্যাল পড়তে ভর্তি হলেন জয় কিশোর।

কিভাবে হলো এই অসাধ্য সাধন? যে পরীক্ষায় সফল হতে রীতিমতো বেগ পেতে হয় তরুণ তরুণীদের, তা কিভাবে অনায়াসে পার করলেন এই প্রৌঢ়? জয় কিশোর জানান, SBI এর ডেপুটি ম্যানেজার হিসেবে আজীবন চাকরি করলেও মন থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন নষ্ট হয়নি।

ছোটোবেলায় জয়েন্ট এন্ট্রান্স দিলেও তাতে সফল হননি জয় কিশোর। সেই অপ্রাপ্তি পূরণ করতেই এই প্রচেষ্টা। ২০১৬ সালে অবসর নেওয়ার পর থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। অবশেষে এলো সাফল্য।

মেডিক্যালে বয়সের কোনো উর্ধ্বসীমা না থাকায় তিনি সহজেই পরীক্ষা দেওয়া অনুমতি পান। এই সেশন থেকেই ক্লাস শুরু করবেন তিনি। তাঁর দুই যমজ মেয়েও প্রস্তুতি নিচ্ছিলেন NEET এর, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাবা হয়ে মেয়ের সেই অপূর্ণ স্বপ্ন সফল করবেন বলে জানান জয় কিশোর।

Related Articles