কলকাতানিউজরাজ্য

লাগামহীন বিদ্যুতের বিল, গ্ৰাহকদের সন্তুষ্ট করতে উপযুক্ত ব্যবস্থা নিলো রাজ্য সরকার

Advertisement
Advertisement

কলকাতা: সিএসসিইর অতিরিক্ত বিল নিয়ে কিছুদিন ধরেই উত্তপ্ত শহর কলকাতা। আমজনতা থেকে সেলেবরা প্রত্যেকেই প্রতিবাদ জানিয়েছে সিএসসিইর বিরুদ্ধে। জুন মাসের বিদ্যুতের বিল নিয়ে সরগরম তিলোত্তমা। যে বিল আসার কথা তার থেকে দ্বিগুন বিল এসেছে এই অভিযোগ তুলে পথে নেমেছে অনেকেই। এবার সিএসসিইর বিরুদ্ধে কড়া বার্তা রাজ্যের। মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে সিএসসিইকে ‘অ্যাডভাইজরি’ পাঠাচ্ছে রাজ্য সরকার।

সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে সিএসসিইকে অ্যাডভাইজরি পাঠানো হচ্ছে। আর সেখানে স্পষ্ট জানানো হচ্ছে, যে ভুল ধরা পড়েছে তা এক মাসের মধ্যে ঠিক করতে হবে। তবে, ভুল ত্রুটি ঠিক করার সময়ের মধ্যে গ্রাহকদের থেকে নেওয়া যাবেনা কোন বিল। এমনকি যদি কেউ বিল মেটাতে না পারে তাহলে ও কাটা যাবে না তার লাইন হুঁশিয়ারি রাজ্যের।

এমনিতেই করোনা কাঁটায় ভুগছে দেশ তথা তথা রাজ্য। লকডাউন এর জেরে অনেকেই ভুগছে অর্থসংকটে। আর এরই মাঝে জুন মাসের বিল দেখে চক্ষু চড়কগাছ সিএসসিই গ্রাহকদের। কারোর বিল এসেছে দ্বিগুণ তো কারোর তিনগুণ । মাত্রাতিরিক্ত বিলের অভিযোগে পথে নেমেছে আমজনতা। অতিরিক্ত বিল থেকে বাদ যাননি বিদ্যুৎমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও। এমন পরিস্থিতিতে শুক্রবার সিইএসসিই কর্তাদের তলব করেন তিনি। কিসের জন্য এত বিল জানতে চান মন্ত্রী।

তবে ইতিমধ্যেই শহর জুড়ে সিএসসিইর অতিরিক্ত বিল নিয়ে ক্ষোভে ফুঁসছে আমজনতা। চলতি সপ্তাহে বেশ কয়েকদিন অতিরিক্ত বিল এর প্রতিবাদে পথে নেমেছে শহরবাসী। প্রত্যেকের মুখে একই প্রশ্ন কেন এত বিল। কারোর কারোর অভিযোগ যে বিল প্রতি মাসে আসে ৩-৪ হাজার টাকা আসে সেই বিলই জুন মাসে এসেছে ১৪-১৫ হাজার টাকা। প্রতিবাদে সরব শহরবাসী। এরই মাঝে সিএসসিইর কাছে জবাবদিহি রাজ্যের।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles