অর্থনীতিনিউজ

Tokenization process: কার্ডের মাধ্যমে লেনদেন হবে আরো সহজ! ‘টোকেনাইজ়েশন’ পদ্ধতি নিয়ে নয়া পদক্ষেপ নিল আরবিআই

জালিয়াতি কমাতে চালু হয়েছিল টোকেন পরিষেবা, নতুন নিয়মে লেনদেন আরো সুরক্ষিত হবে

Advertisement
Advertisement

গত বছরের ১লা অক্টোবর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ‘টোকেনাইজ়েশন’ (Tokenization process) পদ্ধতি চালু করেছিল। সাধারণ মানুষের টাকা সুরক্ষিত রাখা এবং অনলাইনে লেনদেনের ক্ষেত্রে জালিয়াতি বন্ধ করার উদ্দেশ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছিল। এতদিন গ্রাহকেরা কার্ডের পরিবর্তে মার্চেন্ট পেজ থেকে টোকেন জেনারেট করে পেমেন্ট করতে পারে। তবে এবার থেকে ব্যাংক থেকে টোকেন জেনারেট করে দেওয়া হবে।

গত শুক্রবার মনেটারি পলিসি কমিটির বৈঠকে করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এদিন বৈঠক শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘ভবিষ্যতে সরাসরি ব্যঙ্কের মাধ্যমেই কার্ডের টোকেন (Tokenization process) জেনারেট করে লেনদেন করা যাবে। এতে করে অনলাইন লেনদেন আরও বেশি সুরক্ষিত হবে।’ আরবিআই প্রধান শক্তিকান্ত দাস আরো বলেন, ‘নয়া নিয়ম চালু হলে ব্যাঙ্ক নিজের অ্যকাউন্টের সঙ্গে লিঙ্ক করেই টোকেন জেনারেট করা যাবে। এতে গ্রাহকরা সুবিধা পাবেন।’

এর আগে ক্রেডিট কিংবা ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করতে গেলে কার্ডের সম্পূর্ণ বিবরণ ও ট্রানজাকশন পিন প্রদান করতে হতো গ্রাহককে। এর ফলে কার্ডের বিবরণ থেকে যেত অ্যাপ বা সংস্থার কাছে। তবে গত বছর টোকেনাইজ়েশন পদ্ধতি (Tokenization process) চালু করার ফলে এখন কার্ড দিয়ে পেমেন্ট করার ক্ষেত্রে শুধু টোকেন জেনারেট করেই লেনদেন করা যায়। যদিও যেখানে পেমেন্ট করা হয়, সেই সংস্থা বা অ্যাপ এই টোকেন জেনারেট করে থাকে। ফলে বিভিন্ন সংস্থায় পেমেন্ট করার ক্ষেত্রে বার বার টোকেন জেনারেট করতে হতো।

এবার এই টোকেনাইজ়েশন পরিষেবা (Tokenization process) আরো সহজ ও সুরক্ষিত করতে পদক্ষেপ নিল আরবিআই। যেখানে এবার থেকে ব্যাংকগুলি গ্রাহকের টোকেন জেনারেট করে দেবে। অর্থাৎ গ্রাহকদের যে ব্যাংকের কার্ড রয়েছে, সেই ব্যাংক গ্রাহকে একবার টোকেন প্রদান করবে। আর এই টোকেন ব্যবহার করে সমস্ত অ্যপে বা ই-কমার্স সাইটে লেনদেন করা যাবে। এতে তথ্য গোপনথাকায় জালিয়াতি কম হবে এবং লেনদেনের ক্ষেত্রেও গতি আসবে বলে মনে করছে আরবিআই।

Related Articles