আন্তর্জাতিকনিউজ

মাউন্ট এভারেস্টে ঐতিহাসিক বদল, চালু হচ্ছে অত্যাধুনিক পরিষেবা

Advertisement
Advertisement

সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞান আমাদের অনেক কিছু উপহার দিয়েছে যা জীবনকে করে তুলেছে সহজ-সরল। ধীরে ধীরে প্রযুক্তিগত উন্নতি ঘটছে, গতিময় হচ্ছে পৃথিবী। এই করোনা ভাইরাস এর পরিস্থিতির মধ্যেও এই কাজ অব্যাহত আছে।

এবার তাই এভারেস্টে শুরু হচ্ছে ফাইভ-জি পরিষেবা। চীনের জনপ্রিয় টেলিকম কোম্পানি চায়না টেলিকম ও Huawei একসাথে হাত মিলিয়ে বিশ্বের উচ্চতম শৃঙ্গের আধুনিকতম টেলিকম প্রযুক্তি নিয়ে আসছে। ইতিমধ্যেই এভারেস্টে দুটি ক্যাম্পে এই সার্ভিসের জন্য প্রয়োজনীয় যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। চায়না টেলিকম জানিয়েছে 6500 মিটার উচ্চতার ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ বাকি রয়েছে মনে করা হচ্ছে 25 এপ্রিল এর আগেই কাজ শেষ হবে।

চীনের এক মাইক্রোব্লগিং ওয়েবসাইট থেকে জানা গেছে 19 এপ্রিল 5300 মিটার ও 5800 মিটার উচ্চতায় দুটি ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। চলতি শনিবারের মধ্যে 6500 মিটার উচ্চতার ক্যাম্পে এই যন্ত্রাংশ বসানোর কাজ শেষ হবে।

5G যন্ত্রাংশ বসাতে 150 জন কর্মী কাজ করছেন। এইজন্য যন্ত্রাংশ খাদ্যসামগ্রী ও বাবদ 8 টন জিনিসপত্র পর্বতশৃঙ্গে পৌঁছেছে। huawai এর তৈরি যন্ত্রাংশ এর মাধ্যমে এভারেস্ট শৃঙ্গে এই পরিষেবা পৌঁছে দেবে চাইনা মোবাইল। এর ফলে এভারেস্টে 1 gbps স্পিডে ডাউনলোড করা যাবে। এই পরিষেবা শুরু হলে পর্বতারোহীদের বাকি বিশ্বের সাথে যোগাযোগ রাখতে সুবিধা হবে এর ফলে এভারেস্ট জয় করা আগের থেকেও সুরক্ষিত হবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles