অফবিটনিউজ

General knowledge: ভারতের জাতীয় পাখি অনেকের জানা, বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী?

পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী? অনেক মানুষই এর উত্তর জানেন না

Advertisement
Advertisement

প্রতিযোগিতা মূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ পাশ করতে হলে সাধারণ জ্ঞানের উপর বিশেষ দক্ষতা থাকা দরকার। সাধারণ জ্ঞানের (General knowledge) মধ্যে রয়েছে ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়গুলি। পত্র-পত্রিকা, ম্যাগাজিন কিংবা বই পড়ে সাধারণ জ্ঞানের পরিধি বৃদ্ধি করা যায়। আজ আপনাদের জন্য এমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছিল। চলুন এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি জেনে নিন-

প্রশ্ন ১: ভারতীয় সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের অভিভাবক কে?
উত্তর- সুপ্রিম কোর্টকে।

প্রশ্ন ২: ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয় কে ও কবে ধ্বংস করেছিল?
উত্তরঃ খলজি বংশের শাসক ইকতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খিলজি ১১৯৩ সালে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন (General knowledge)।

প্রশ্ন ৩: আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী?
উত্তর- পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো শ্বেত কন্ঠ মাছরাঙ্গা।

প্রশ্ন ৪: পৃথিবীর কোন দেশটি ‘সাদা মেঘের দেশ’ হিসাবে পরিচিত?
উত্তর- নিউজিল্যান্ড দেশটি ‘সাদা মেঘের দেশ’ নামে পরিচিত।

প্রশ্ন ৫: সংবিধানের কোন ধারায় ‘India That is Bharat’ বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর- সংবিধানের ১ নং ধারায় এটি উল্লেখ করা হয়েছে (General knowledge)।

প্রশ্ন ৬: কংগ্রেসকে ‘অস্ত্রহীন গৃহযুদ্ধ’ বলে কে উল্লেখ করে ছিলেন?
উত্তর- স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেসকে একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ বলে উল্লেখ করেছেন।

প্রশ্ন ৭: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?
উত্তর- প্রথম ভারতীয় আরবিআই গভর্নর ছিলেন দাদাভাই নওরোজি।

প্রশ্ন ৮: কোন দুটি মিলিত প্রবাহে হলদি নদী তৈরি হয়েছে?
উত্তর- কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহকে বলা হয় হলদি নদী।

প্রশ্ন ৯: পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর- পশ্চিম বর্ধমানের জেলা সদর দপ্তর হলো আসানসোল।

প্রশ্ন ১০: কোন গাছটি পাকিস্তানের জাতীয় গাছ?
উত্তর- দেবদারু গাছ পাকিস্তানের জাতীয় গাছ। প্রসঙ্গত, ভারতে এটি শিবের গাছ বা পবিত্র গাছ হিসাবে পরিচিত (General knowledge)।

Related Articles