নিউজ

সরকারের এই স্কিমে মাসে ৩০০০ টাকা করে পেনশন মিলবে, জেনে নিন আবেদনের সমস্ত খুঁটিনাটি

যোজনার অন্তর্গত শ্রমিকরা যাদের বয়স ৬০ বছরের বেশি, তারা মাসিক কমপক্ষে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন।

Advertisement
Advertisement

২০১৯ সালে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা’ শুরু করেছে কেন্দ্র। এই যোজনার অন্তর্গত শ্রমিকরা যাদের বয়স ৬০ বছরের বেশি, তারা মাসিক কমপক্ষে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন।

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার বৈশিষ্ঠ্য হল-

এটি একটি স্বেচ্ছাকৃত পেনশন প্রকল্প। এই প্রকল্পের আওতায় নির্দিষ্ট বয়সের ভিত্তিতে কত টাকা দিতে হবে, সেটিকে ঠিক করা হয়। এবার সেই অর্থের ৫০ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট উপভোক্তাকে। আর বাকি ৫০ শতাংশ বহন করবে কেন্দ্র সরকার। উপভোক্তার বয়স ৬০ হলেই মাসিক কমপক্ষে ৩,০০০ টাকা মিলবে। তার আগেই যদি উপভোক্তার মৃত্যু হয়, তাহলে সঙ্গী সেই মাসিক পেনশন পাবেন।

এই প্রকল্পের পদ্ধতি-

১৮ বছরের বেশি কোনও কর্মী যদি সেই প্রকল্পের সাথে যুূক্ত হন, তাহলে মাসিক ৫৫ টাকা দিতে হবে। ওই একই পরিমাণ অর্থ দেবে কেন্দ্র সরকার। আর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থের পরিমাণ বাড়বে। প্রথমবার নগদে টাকা জমা দিতে হবে। সেজন্য একটি রসিদ পাবেন উপভোক্তারা। যাঁরা এই প্রকল্পে নথিভুক্ত হবেন, তাঁদের প্রত্যেকের একটি ইউনিক আইডি দেওয়া হবে।

কিভাবে এই প্রকল্পের সাথে যুক্ত হবেন?

উপভোক্তাদের নিজেদের নিকটবর্তী ‘কমন সার্ভিস সেন্টার’-এ যেতে হবে।
‘কমন সার্ভিস সেন্টার’-এর তালিকা এলআইসিতে মিলবে।
এই পেনশন অ্যাকাউন্ট খোলার জন্য একটি সেভিংস বা জনধন অ্যাকাউন্ট লাগবে।
আধার কার্ড লাগবে।
দেশের তিন লাখের বেশি ‘কমন সার্ভিস সেন্টার’-এ সেই পরিষেবা প্রদান করা হয়।

আবেদনকারীর যোগ্যতা-

১) অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হতে হবে।

২) মাসিক আয় ১৫,০০০ টাকা বা তার কম হতে হবে।

৩) বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে।

৪) সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলা আয়কর দেন না।

৫) উপভোক্তাকে জাতীয় পেনশন প্রকল্প, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড প্রকল্প বা এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্প স্কিমের মতো কোনও প্রকল্পের আওতায় থাকা যাবে না।

Related Articles