দেশনিউজ

দীর্ঘ ৬৮০০ বছরে প্রথমবার, ভারতের আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য

Advertisement
Advertisement

আগুনে রূপ তার স্বভাবে বরফের শীতলতা কিন্তু গতিবেগের দুরন্ত তার আলোর ঝলক কয়েক কিলোমিটার অব্দি বিস্তৃত। মহাশূন্যে একা বিচ্ছিন্ন হয়ে ঘুরতে ঘুরতে সৌরমণ্ডলের নতুন ঠিকানা খুঁজে পেয়েছে সে। সূর্যের পর এবার নজর পড়েছে তার পৃথিবীতে। তাই পৃথিবীর কাছে এগিয়ে আসছে আর তার রূপের ছটায় ভরে উঠছে মহাকাশ। যার কথা বলা হচ্ছে সে এক ধূমকেতু। পরিচয় সি/2020এফ3। নাম নিওওয়াইস।

সাধারনত দূর তারামন্ডল থেকে পথ হারিয়ে পৃথিবীর সৌরমণ্ডলে ঢুকে পড়ে সে, আবার ঠিকানা বদলে চলে যাই অজানা পথে আর এই ঘটনা ঘটে বহু বছরের পর হয়তো একবার। এই ঘটনা দীর্ঘ ৬৮০০ বছর পর আবার দেখা যাবে। কিন্তু যখনই এরকম ঘটনা ঘটে আসে নাড়িয়ে দিয়ে যায় জ্যোতির্বিজ্ঞানী মহলকে।

উত্তর গোলার্ধের আকাশ জুড়ে রাজকীয় আলো ছড়িয়ে দেবে নিওওয়াইস। পৃথিবী থেকে এখন তার দূরত্ব মাত্র কুড়ি কোটি কিলোমিটার। জুলাই থেকে আগস্ট অব্দি ভারতের আকাশজুড়ে জ্বলজ্বল করবে এই ধূমকেতু। এখনই নাকি সন্ধ্যার পরে মাঝেমধ্যে তার দর্শন পাওয়া যাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন 12, 13 জুলাই এর পর থেকে আগস্ট অব্দি আকাশে আরো স্পষ্ট দেখা যাবে নিওওয়াইসকে। আগামী 22, 23 জুলাই পৃথিবীর মাথার উপর দিয়ে ভেসে যাবে তখন সে থাকবে আরো কাছাকাছি। রাতের আকাশে আলোর মায়া ছড়িয়ে দিয়ে যাবে নিওওয়াইস। এর পরিধি 30 কিলোমিটার। এর শরীর তৈরি হয়েছে পাথর গ্যাস আর বরফ দিয়ে বিজ্ঞানীদের মতে সূর্যের কাছাকাছি সৌর বায়ু ও তড়িদাহত সৌর কনাদের সংস্পর্শে এসে এই গ্যাস ও বরফ উবে গিয়ে নতুন পরিমণ্ডল তৈরি হয়েছে। দুটো লেজও গজিয়েছে তার, যার একটি গ্যাসের অপরটি ধুলোর।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles