চাকরির সংবাদ

ডেকে চাকরি দিচ্ছে পোস্ট অফিস, প্রচুর পদে নিয়োগ চলছে, জানুন নূন্যতম যোগ্যতা

Advertisement
Advertisement

Post Office Recruitment: বর্তমানে কর্মসংস্থানের অভাবে আমাদের দেশে বেকারত্বের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে এবার বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ নিয়ে এল পোস্ট অফিস (India Post Office)। পোস্ট অফিস বর্তমানে দেশের একটি বৃহত্তম কর্মসংস্থান ক্ষেত্র। পোস্ট অফিসের অন্তর্গত পোস্টমাস্টার (Post Master) থেকে শুরু করে মেল ট্রান্সফার, পিয়ন (Post man), সাধারণ কর্মচারী, ই-কমার্স সাপোর্টদাতা ইত্যাদি বিভিন্ন পদে কাজ করা সম্ভব। জেনে নিন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন কাজের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম MTS, মেল গার্ড, পোস্ট ম্যান
সংগঠকIndian Post Office
শূন্যপদ৯৮০৮৩টি 
বয়স১৮-৪০ বছর
আবেদন মাধ্যমঅনলাইন

 

Post Office Recruitment

শিক্ষাগত যোগ্যতা: পোস্ট অফিসের উক্ত পদগুলির জন্য আবেদন জানাতে হলে প্রার্থীকে অবশ্যই ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তবে স্বাভাবিকভাবেই উচ্চপদ-এর জন্য উচ্চ শিক্ষার প্রয়োজন হয়।

আবেদন পদ্ধতি: পোস্ট অফিস (Post Office)-এর কাজের জন্য আবেদন করতে গেলে আপনাকে কয়েকটি পদ্ধতি মেনে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন পদ্ধতিগুলি-

১) এই কাজের জন্য আবেদন করতে প্রথমেই আপনাকে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) এই ওয়েবসাইটে রেজিস্টার করে স্ক্রিনে দেখানো ফর্ম টি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

৩) মাধ্যমিকের সার্টিফিকেট (MP Certificate), পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ফটো (Recent passport size photograph) ইত্যাদি ডকুমেন্টস আপলোড করতে হবে।

৪) এরপর সাবমিট করে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

বেতন কাঠামো:

১)পোস্টমাস্টার (Post Master)- ৩৫০০০ টাকা থেকে ৪০০০০ টাকা
২) মেইল গার্ড- ২৫০০০ টাকা ৩০০০০ টাকা
৩) মেইল সর্টার- ২০০০০ টাকা ২৫০০০ টাকা
৪) মেইল ক্যারিয়ার- ১৫০০০ টাকা ২০০০০ টাকা

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles