অর্থনীতিনিউজ

Business Ideas: চাকরির চিন্তা ছেড়ে মাত্র 50 হাজারে শুরু করুন এই তিন ব্যবসা, দু’হাত ভোরে টাকা আসবে

Advertisement
Advertisement

Business Idea: আর করতে হবে না অযথা চিন্তা। মাত্র কিছু টাকা বিনিয়োগ করেই এবার দুর্দান্ত ব্যবসা শুরু করা যাবে। প্রত্যেক মাসে আয় হবে মোটা অঙ্কের টাকা। এই ব্যবসা যদি একবার শুরু করা যায় তাহলে সারা জীবন আর অর্থের কথা চিন্তা করতে হবে না। জানেন কোন ব্যবসার কথা বলা হচ্ছে? দেখে নিন প্রতিবেদনে।

উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও মনের মতো জুটছে না চাকরি। আর সে কারণেই ব্যবসার দিকে ঝুঁকছেন তরুণ প্রজন্ম। তবে ব্যবসা করার কথা চিন্তা করলেও অনেকেই সেদিকে এগিয়ে যেতে পারেন না। আসলে কম বেশি সকলেই মনে করেন ব্যবসা করতে গেলেই প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো পুঁজি। তবে আদতে কিন্তু এটা মোটেই সত্যি নয়। এমন বহু ব্যবসা রয়েছে যে ব্যবসা শুরু করার জন্য খুব বেশি টাকা বিনিয়োগ করার প্রয়োজন নেই। এমনকি অল্প সময়ের মধ্যেই সফলতা অর্জন করতে পারবেন এই সব ব্যবসা করে। আজকের প্রতিবেদনে তেমনই বেশ কয়েকটি ব্যবসার খুঁটিনাটি তথ্য তুলে ধরা হলো।

জামা কাপড়ের ব্যবসা- উৎসব হোক কিংবা মন খারাপ। যে কোনো পরিস্থিতিতেই শপিং করতে আমরা ভীষণ ভালোবাসি। আর তাই আপনিও যদি চান তাহলে সহজেই জামা কাপড়ের ব্যবসা খুলে ফেলতে পারেন। এই ব্যবসা শুরু করতে খরচ হবে না ৫০ হাজার টাকাও। অফলাইন এবং অনলাইন দুভাবেই কিন্তু এই ব্যবসা করা যাবে। সারা বছর রমরমিয়ে চলবে আপনার দোকান।

স্ট্রিট ফুড- যদি একেবারে সামান্য টাকা বিনিয়োগ করে দুর্দান্ত ব্যবসা শুরু করতেই হয় তাহলে ফুড স্টল খুলে বসতেই পারেন। কেবলমাত্র স্থানীয়রা নয়, দেশ বিদেশ থেকে আগত লোকজনও স্ট্রিট ফুড পছন্দ করেন ভীষণ। তাই একেবারে সামান্য পুঁজি ফাঁসিয়ে এই ব্যবসা শুরু করা যেতেই পারে। ধীরে ধীরে ভবিষ্যতে ব্যবসা বাড়ানো যাবে।

টিউশন বা অনলাইন ক্লাস- খুব সহজেই বাড়িতে বসে টিউশন পরিয়ে আয় করা যেতে পারে। এটি হল সবচেয়ে সফলতম ব্যবসার মধ্যে একটি। লাগবে না কোনো রকমের বিনিয়োগ। যদি কোনো বিষয় ভালো জ্ঞান থাকে তবে সেই বিষয়ে সকলকে শিক্ষিত করা যেতে পারে। এমনকি অফলাইনের পাশাপাশি অনলাইনেও করানো যাবে ক্লাস। কেবলমাত্র পড়াশোনা নয় পাশাপাশি ছবি আঁকা, নাচ শেখানো, গান শেখানো সবকিছুই করা যেতে পারে বাড়ি বসে কিংবা অনলাইনে।

Related Articles