নিউজরাজ্য

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে কলকাতায়।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি থাকবে।

তবে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কোন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। তবে গাঙ্গেয়-পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কলকাতায় আজ রোদের দেখা মিলেছে। রোদের তাপও অনেকটাই বেশি আছে। তবে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে কলকাতায়। কিন্তু বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অত্যধিক বেশি হওয়ায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি।

Related Articles