অর্থনীতি

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম আনল RBI, জেনে নিন বিস্তারিত

নগদের থেকে এখন ক্যাশলেস লেনদেনের দিকেই মানুষ বেশি ঝুঁকছে। মানুষ এখন সব ক্ষেত্রেই ব্যবহার করছে ক্রেডিট ও ডেবিট কার্ড।

Advertisement
Advertisement

রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্টে উঠে এসেছে এক তথ্য। সেখানে বলা হয়েছে, নগদের থেকে এখন ক্যাশলেস লেনদেনের দিকেই মানুষ বেশি ঝুঁকছে। মানুষ এখন সব ক্ষেত্রেই ব্যবহার করছে ক্রেডিট ও ডেবিট কার্ড। আর এই ক্যাশলেস লেনদেনের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। এবার এই সুরক্ষার বিষয়ে আরো বেশি সজাগ হচ্ছে আরবিআই।

আরবিআই এখন এই এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম আনতে চলেছে। ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, দেশের মধ্যে কার্ড জারি করার সময় ডোমেস্টিক কার্ড ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনের সময় আলাদা করে অনুমতি নেবার উল্লেখ করা হয়েছে। এছাড়া অনলাইনে লেনদেনের জন্য গ্রাহকদের আলাদা করে সেটিং করতে হবে।

গ্রাহকরা নিজেদের কার্ডের লিমিট ইচ্ছেমত পরিবর্তন করতে পারবেন। এই নতুন নিয়ম যদিও চলতি বছরের জানুয়ারিতে লাগু হয়েছিল। তবে করোনা পরিস্থিতির জেরে এখনও পর্যন্ত সেই নিয়ম লাগু হয়নি। এবার সেই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হল। এই সময়ের মধ্যেব্যাংকগুলোকে নিয়ম লাগু করার নির্দেশ দিয়েছে আরবিআই।

Related Articles