মাত্র ১০ হাজারের ইনভেস্টমেন্ট পেয়ে যান ১৬ লক্ষ টাকা, জেনে নিন খুঁটিনাটি
এছাড়া এখানে টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে, ঠিক তেমনি অন্যান্য জায়গার তুলনায় বেশি রিটার্ন মিলবে।

পোস্ট অফিসের বেশ কিছু স্কিম রয়েছে, যেখানে টাকা রাখলে গ্রাহকেরা একাধিক সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এখানে টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে, ঠিক তেমনি অন্যান্য জায়গার তুলনায় বেশি রিটার্ন মিলবে। পোস্ট অফিসে এরকম একাধিক স্কিম রয়েছে। আপনি এখানে আপনার মতো সুবিধা অনুযায়ী যে কোনও স্কিমে ইনভেস্ট করতে পারবেন। সেরকমই একটা ভালো স্কিম হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম ৷
এই স্কিমে খুব কম টাকা দিয়ে শুরু করা যায়। আপনি প্রতি মাসে মাত্র ১০০ টাকা করে ইনভেস্ট করতে পারবেন৷ এরপর যত বেশি সংখ্যক মূল্য আপনি ডিপোজিট করতে পারেন। তবে পোস্ট অফিসের আরডি ৫ বছরের জন্য হয়৷ মনে রাখতে হবে, এখানে ৫ বছরের কম সময়ের জন্য আরডি খোলা যায় না৷
ইন্ডিয়া পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, আরডি স্কিমে বর্তমানে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হয়৷ নতুন করে এই সুদের হার ১ জুলাই ২০২০ থেকে লাগু করা হয়েছে৷ প্রত্যেক তিন মাস পর কেন্দ্র সরকার স্মল সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করে থাকে৷ এক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে পোস্ট অফিসের আরডি-তে ১০ বছরের জন্য ১০ হাজার টাকা করে জমা করলে, ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৬.২৮ লক্ষ টাকা৷
তবে পোস্ট অফিসে আরডি করতে হলে আপনাকে যে কথাটা মাথায় রাখতে হবে সেটি হল- টাকা জমা দিতে ভুলে গেলে আপনাকে জরিমানা দিতে হবে। ১ মাসে টাকা জমা দিতে দেরি করলে ১ শতাংশ জরিমানা দিতে হবে৷ আর যদি আপনি ৪ টি কিস্তি পরপর টাকা না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।