অর্থনীতিনিউজ

Lender FD rates: ফিক্সড ডিপোজিট করবেন? এই কৌশলে বিনিয়োগ করলে মিলবে দ্বিগুন রিটার্ন, বিস্তারিত জেনে নিন

এফডি রিটার্ন দ্বিগুন করতে হলে এই নিয়ম মেনে বিনিয়োগ করুন!

Advertisement
Advertisement

ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বেশিভাগ মানুষ ফিক্সড ডিপোজিটকেই (Lender FD rates) বেছে নেয়। ফিক্সড ডিপোজিটে সঞ্চয় বা বিনিয়োগ খুবই লাভ জনক হয়ে থাকে। এককালীন এফডি করলে মেয়াদ শেষে মেলে রিটার্ন। তবে এফডিতে সুদ কেমন পাওয়া যাবে, তা বিনিয়োগের সময়ই ঠিক হয়ে যায়। সেই মতোই মেয়াদ শেষে রিটার্ন মেলে। তবে জানেন কি বিশেষ উপায়ে ফিক্সড ডিপোজিটে রিটার্ন দ্বিগুন করতে পারেন? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন।

ব্যাংকে এফডি করার ক্ষেত্রে দুর্দান্ত একটি কৌশল হলো এফডি ল্যাডারিং (Lender FD rates)। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এডফি করলে মেয়াদ শেষে ভালো টাকার রিটার্ন পাওয়া যায়। যে সমস্ত বিনিয়োগকারী দীর্ঘ মেয়াদে জন্য এফডি করেন, তাদের জন্য এফডি করার খুবই সুবিধা জন্য পথ হলো ল্যাডারিং প্রক্রিয়া। আসলে এই প্রক্রিয়ায় আপনার বিনিয়োগের পরিমানকে ধাপে ধাপে ফিক্সড ডিপোজিট করা হয়। মেয়াদ শেষে একই অর্থই থেকে দ্বিগুন রিটার্ন পাওয়া যায়।

চলুন এ বিষয়টি (Lender FD rates) আরো ভালো ভাবে বুঝতে একটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। ধরুন আপনার কাছে ৫ লক্ষ টাকা আছে। এই অর্থ আপনি ৫ বছরে মেয়াদে বিনিয়োগ না করে, ১ লক্ষ টাকা করে ৫টা ভাগ করুন এবং ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর এবং ৫ বছরের মেয়াদে এফডি করুন। ১ বছরের জন্য করা এফডির টাকা রিটার্ন পেলে সেই টাকা আবার বিনিয়োগ করুন। এভাবে ২, ৩, ৪ বছরের মেয়েদের টাকা রিটার্ন পেলে তা আবার বিনিয়োগ করুন।

এভাবে মোট ৫ বছর ধরে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। একেবারে বিনিয়োগ না করে ধাপে ধাপে বিনিয়োগ করার ফলে রিটার্ন ও সুদ এক সঙ্গে পুনরায় বিনিয়োগ করতে পারছেন। একদিকে এভাবে এফডি করলে যেমন টাকা নিরাপদ থাকবে, তেমনি ৫ বছরের লক্ষ্যে ল্যাডারিং প্রক্রিয়ায় এফডি (Lender FD rates) করলে বেশি রিটার্ন পাওয়া যায়।

Related Articles