অফবিটনিউজ

Durga Puja 2023: এবার পুজো মাটি, ষষ্ঠী থেকে দশমী ঘূর্ণিঝড়, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

পুজো হতে পারে পণ্ড, মাথায় হাত রাজ্য বাসীর

Advertisement
Advertisement

টানা সাত-দশদিন মেঘাচ্ছন্ন আকাশের পর অবশেষে সোমবার থেকে রোদের দেখা পেয়েছে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কারই থাকবে। তবে ২৯ তারিখ থেকে প্রবল বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের কথানুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তার জন্যই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে রাজ্যে। কিন্তু পশ্চিমবঙ্গবাসীর এখন সাজো সাজো রব। দুর্গাপুজো (Durga Puja 2023) শুরু হতে আর মাত্র কটা দিনের অপেক্ষা।

প্যান্ডেলে-প্যান্ডেলে কুমোরটুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু আপামর বাঙালির মনে শুধু একটাই সংশয় – এবার পুজোয় কি বৃষ্টি হবে? এবছর পশ্চিমবঙ্গে বর্ষা এসেছে প্রায় ৮ দিন দেরিতে। তাই একথা বলার দরকার নেই যে বর্ষা এবার যাবেও দেরিতে। সাধারণত বর্ষা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেয় ১০-১২ অক্টোবরের মধ্যে। তবে এবছর মনে হয় সেটা হবে না, বর্ষা যেতে ২০ অক্টোবর পার হয়ে যাবে। আবার দু-চারদিন দেরিও হতে পারে। তাই বলা চলে যে ষষ্ঠী (Durga Puja 2023) পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভবনা প্রবল। পরবর্তী দিনগুলোতেও বৃষ্টির সম্ভবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আসল খবর জানতে আবহাওয়া দপ্তরের সাথে যোগাযোগ করে জানাগেছে যে রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে ৮-১০ অক্টোবর নাগাদ। এই সময় বাংলা থেকে বর্ষা বিদায় নয় সাধারণত। তাই এবছর চার-পাঁচদিন দেরি হতে পারে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে। তবে এখন এবিষয়ে সঠিক মন্তব্য করা যাচ্ছে না। আবার আগামী ২৯ তারিখ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা এগিয়ে আসছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। আবহাওয়া দপ্তর আশঙ্কা করছে এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তাই পুজোয় (Durga Puja 2023) বৃষ্টি হবে কি হবে না একথা নিশ্চিতভাবে না বলা গেলেও বর্ষা এবছর দেরি করে আসার কারণে পুজোয় বৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভবনা থেকেই যাচ্ছে। তাই বৃষ্টিতে এবার পুজোয় মাটি হবে কি হবে না জানা না থাকলেও এই ঘূর্ণাবর্তের পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা আগামী ১ সপ্তাহ মাটি হতে চলেছে।

Related Articles