অর্থনীতি

এবার থেকে ব্যাঙ্কে টাকা তুলতে ও জমা করতে গেলে দিতে হবে ‘চার্জ’!

চলতি মাস থেকে ব্যাংকে নির্দিষ্ট করে দেওয়া সীমার অতিরিক্তবার ব্যাঙ্কে এসে টাকা তোলা ও জমায় আলাদা করে টাকা দিতে হবে গ্রাহকদের৷

Advertisement
Advertisement

১ নভেম্বর থেকে দেশের বিশেষ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এদিন থেকে ব্যাংকার নিয়মেও বড়সড় পরিবর্তন করা হয়েছে। চলতি মাস থেকে ব্যাংকে নির্দিষ্ট করে দেওয়া সীমার অতিরিক্তবার ব্যাঙ্কে এসে টাকা তোলা ও জমায় আলাদা করে টাকা দিতে হবে গ্রাহকদের৷ অর্থাৎ আগে যেখানে ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা ও জমা দেওয়ার মতো কাজে কোনও অতিরিক্ত চার্জ লাগত না, এবার সেই চার্জ লাগবে।

যদিও সব ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম চালু হয়নি। ১ নভেম্বর থেকে এই নিয়ম চালু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। তবে পিএনবি, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলিও এই নিয়ম চালু করতে পারে বলে জানা গিয়েছে। ভবিষ্যতে এই ব্যাংকগুলি থেকেও সর্বোচ্চ সীমার বেশি ব্যাঙ্কে এসে টাকা তুললে বা জমা দিলে গুনতে হবে চার্জ ৷

ব্যাঙ্ক অফ বরোদার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ব্যাঙ্কে এসে সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে সর্বোচ্চ তিনবার কোনও চার্জ ছাড়াই টাকা জমা করতে পারবেন গ্রাহকেরা৷ কিন্তু চতুর্থবার থেকে প্রতিবার চার্জ দিতে হবে ৪০ টাকা। শুধু তাই নয়, লোন অ্যাকাউন্টের ক্ষেত্রেও চতুর্থবার টাকা তুলতে এলে চার্জ হিসেবে দিতে হবে ১৫০ টাকা। ঠিক একইভাবে টাকা তোলার ক্ষেত্রেও মাসে তিনবার কোনও চার্জ লাগবে না। তবে চতুর্থবার থেকে ব্যাঙ্কে এসে টাকা তুলতে গেলে প্রতিবারের জন্য ১০০ টাকা করে চার্জ দিতে হবে।

ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু হবে। শুধুমাত্র জনধন যোজনা অ্যাকাউন্টকে এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।

Related Articles