অর্থনীতি

Aadhaar আপডেট করতে কি কি ডকুমেন্টস লাগবে? দেখে নিন তালিকা

আপনি যদি আপনার আধার কার্ডের DOB অর্থাৎ জন্ম তারিখ বা বাড়ির ঠিকানা বদলাতে চান তাহলে এই বিষয়গুলি অবশ্যই জেনে নিন।

Advertisement
Advertisement

UIDAI আধার কার্ড সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণা করেছে। আপনি যদি আপনার আধার কার্ডের DOB অর্থাৎ জন্ম তারিখ বা বাড়ির ঠিকানা বদলাতে চান তাহলে এই বিষয়গুলি অবশ্যই জেনে নিন। বর্তমানে সমস্ত কাজের ক্ষেত্রেই আধার কার্ড বিশেষ প্রয়োজন। তাই আধার কার্ডের সমস্ত তথ্য নির্ভুল রাখাও বাধ্যতামূলক।

এবার দেখে নিন আপনার জন্মতারিখ বদলানোর জন্য কি কি লাগবে-

UIDAI-র তরফ থেকে টুইটে জানানো হয়েছে, এই জন্মতারিখ বদলানোর জন্য বেশকিছু ডকুমেন্টের দরকার পড়বে। Proof Of Identity হিসেবে UIDAI ৩২টি ডকুমেন্ট বৈধ হিসেবে গ্রহণ করে। এর মধ্যে Proof Of relationship এর জন্য ১৪টি ডকুমেন্ট, এছাড়া DOB-র জন্য ১৫টি, Proof of Address (PoA) এর জন্য ৪৫টি ডকুমেন্ট লাগে।

DOB-র ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলি বাধ্যতামূলক সেগুলি হল- ১. বার্থ সার্টিফিকেট ২. পাসপোর্ট ৩. প্যান কার্ড ৪. মার্কশিট ৫. SSLC বুক/ সার্টিফিকেট।

আর Proof of Address (PoA)-র ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলি দরকার, সেগুলি হল- ১. পাসপোর্ট ২. ব্যাঙ্ক স্টেটমেন্ট ৩. পাসবুক ৪. রেশন কার্ড ৫. পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট ৬. ভোটার আইডি ৭. ড্রাইভিং লাইসেন্স ৮. বিদ্যুতের বিল ৯. জলের বিল।

এছাড়া Proof Of Identity (PoI) জন্য দরকার- ১. পাসপোর্ট ২. প্যান কার্ড ৩. রেশন কার্ড ৪. ভোটার আইডি ৫. ড্রাইভিং লাইসেন্স।

Related Articles