অর্থনীতি

মধ্যবিত্তের সঞ্চয়ে করোনার কোপ, ফের কমছে PF-এ সুদের হার

আপাতত ৮.১৫ শতাংশ করে পিএফে সুদ দেওয়া হবে।

Advertisement
Advertisement

ফের কমছে সুদের হার। মধ্যবিত্তের সঞ্চয় করোনার কোপ। বুধবার কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত ৮.১৫ শতাংশ করে পিএফে সুদ দেওয়া হবে। সুদের হার সাময়িকভাবে কম করা হচ্ছে বলে জানানো হয়েছে।

AITUC সেক্রেটারি সুকুমার দামলে সংবাদমাধ্যমে বলেন যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছেন যে পূর্বনির্ধারিত ৮.৫০ শতাংশ সুদ দেবে ইপিএফও। আপাতত ৮.১৫ শতাংশ সুদ দেওয়া হবে। বাকী .৩৫ শতাংশ ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

২০১৯-২০ অর্থবর্ষে সুদের হার নির্ধারিত ছিল ৮.৫০ শতাংশ। সুদের হার কমানো হবে না। তবে করোনার জন্য এখন আপাতত ০.৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। ওই সুদ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে বৈঠকে কথা হয়েছে।

Related Articles