অর্থনীতি

এসে গেল পোস্ট অফিসের নতুন স্কিম, ১০ হাজারের বিনিয়োগে পাবেন ১৬ লাখ টাকা

Advertisement
Advertisement

চলতি বছর করোনা আবহে সকলের পকেটেই ধরেছে টান। একদিকে করোনা আবহে ভুগছে শহর তারই মাঝে ক্রমশ দাম বেড়ে চলেছে জিনিসপত্রের। তারই মাঝে শুভ সময় এসে উপস্থিত। গ্রাহকদের জন্য এক বিশেষ সুখবর। মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে পেতে পারেন ১৬ লক্ষ পর্যন্ত।

নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কিভাবে পেতে পারেন এই সুবিধা? আসলে বর্তমানের কঠিন সময় পোস্ট অফিস গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ স্কিম। যেখানে অল্প টাকা বিনিয়োগ করে নিরাপদে তোলা যাবে অনেক টাকা। আর তার জন্য আপনাকে বেছে নিতে হবে পোস্ট অফিসের এই বিশেষ রেকারিং ডিপোজিট স্কিম।

বলে রাখি, ১০ বছর পর্যন্ত যদি প্রতি মাসে ১০,০০০ টাকা ইনভেস্ট করা যায় এই রেকারিং ডিপোজিট স্কিমে তা হলে ম্যাচিওরিটির সময়ে প্রায় ১৬.২৮ লক্ষ টাকা পাওয়া যাবে। কিন্তু সে ক্ষেত্রে যদি যথাসময়ে RD ইনস্টলমেন্ট ডিপোজিট না করা হয় তবে কিন্তু ফাইন লাগবে। পোস্ট অফিসের এই RD স্কিমের জন্য সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধাও রয়েছে। তবে সে ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন প্রাপ্তবয়স্কের জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে। ১০ বছরের উপরে ছেলেমেয়েদের অ্যাকাউন্টও খোলা যায় কিন্তু অভিভাবকের অধীনে। পাঁচ বছরে ম্যাচিওরিটি সুবিধার পাশাপাশি ম্যাচিওরিটির আগে আবেদন জানানোর মাধ্যমে পরবর্তী ৫ বছর বাড়ানোও যেতে পারে।

এমনকি এক স্কিমে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় নমিনেশন ফেসিলিটিও মিলবে। প্রতি মাসে কমপক্ষে ১০০ টাকা করে জমা করা যাবে অ্যাকাউন্টে। তিন বছর পর অ্যাকাউন্ট প্রিম্যাচিওরের আবেদনও জানানো যাবে।এমনকি অ্যাকাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসেও ট্রান্সফার করা যাবে। ডিপোজিটের সুবিধাও পাবেন গ্রাহকরা।পোস্ট অফিসে কমপক্ষে পাঁচ বছরের জন্য একটি RD অ্যাকাউন্ট খুলতে হবে। জমা টাকার উপরে প্রতি কোয়ার্টারে সুদের হিসেব হবে। প্রায় ৫০ শতাংশ পর্যন্ত লোন নেওয়ার সুবিধাও রয়েছে এই স্কিমে।

উল্লেখযোগ্য বিষয়, PPB অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন এর পর প্রতি কোয়ার্টার শেষে কমপাউন্ড ইন্টারেস্ট হিসেবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে টাকাটি। অন্যদিকে RD স্কিমে বর্তমানে সুদের হার ৫.৮ শতাংশ। ইনস্টলমেন্টে দেরি হলে প্রতি মাসে এক শতাংশ অর্থাৎ ১০০ টাকায় ১ টাকা করে পেনাল্টি হিসেবে দিতে হবে। কিন্তু সাবধান যদি পর পর চারটি ইনস্টলমেন্ট জমা না দেওয়া হয়, তা হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাই বন্ধ হয়ে যাবে। যদিও সেখানে একটু স্বস্তির বিষয় আছে। তা হলো একবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও পরের দু’মাসের মধ্যে আবার অ্যাক্টিভেট করা যাবে অ্যাকাউন্টটি।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles