অর্থনীতি

কম দামে সোনা কিনতে চাইলে আজই যোগাযোগ করুন ব্যাংকে, শুরু হচ্ছে মোদী সরকারের স্কিম

সোনার দাম নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক। এই সোনার দাম বাজারে উপস্থিত সোনার চেয়ে সস্তা এবং নিরাপদ।

Advertisement
Advertisement

নরেন্দ্র মোদী সরকার গত কয়েক বছর ধরে ফিজিক্যাল সোনার চাহিদা কমাতে একটি স্বর্ণ বন্ড স্কিম চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার সোনা বিক্রি করছে। এই সোনা সরকার বন্ডের আকারে বিক্রি করে। এই সোনার দাম নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক। এই সোনার দাম বাজারে উপস্থিত সোনার চেয়ে সস্তা এবং নিরাপদ। এই স্কিম শুরু হচ্ছে ৩১ অগস্ট থেকে আর বন্ধ হবে ৪ সেপ্টেম্বর।

এবার জেনে জেওয়া যাক এই প্রকল্পের বিস্তারিত সম্পর্কে-

রিজার্ভ ব্যাংকের তরফে এই গোল্ড বন্ডের প্রতি গ্রামের দাম রাখা হয়েছে ৫১১৭ টাকা। তবে ডিজিটাল পেমেন্টে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। তাই ডিজিটাল পেমেন্টকারীদের ক্ষেত্রে এই বন্ডের দাম ৫০ টাকা কমে পড়বে প্রতি গ্রামে ৫০৬৭ টাকা।

এই বন্ড কেনার কিছু নিয়ম ও রয়েছে। এই বন্ড ন্যূনতম ১ গ্রাম থেকে সর্বাধিক ব্যক্তিগত ক্ষেত্রে ৪ কেজি, আবার হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে ৪ কেজি এবং ট্রাস্ট্র , চ্যারিটেবল ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি ইত্যাদির ক্ষেত্রে ২০ কেজি কেনা যাবে।

এই বন্ডটি কেনার জন্য আপনাকে ব্যাংক, বিএসই, এনএসই ওয়েবসাইট বা ডাকঘরে যোগাযোগ করতে হবে। তবে আপনি কিনতে পারবেন। তাই আর দেরি না করে আজকেই কিনে ফেলুন।

Related Articles