অর্থনীতিনিউজ

Bank license cancelled: লাগাতার নিয়ম ভঙ্গ, পুজোর আগে এই ব্যাঙ্কের লাইসেন্স কেড়ে নিল RBI

নিয়ম ভঙ্গের সাস্তি হিসাবে এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI

Advertisement
Advertisement

আবারও নিয়ম না মানার অভিযোগে ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্কক অব ইন্ডিয়া। ৫-টি সমবায় ব্যাংকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আরবিআই। এর মধ্যে একটি ব্যাঙ্ককের লাইসেন্স বাতিল করা হয়েছে (Bank license cancelled)। বাকি চারটি ব্যাঙ্ককে বিশাল অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে আরবিআই-এর তরফ থেকে। জানিয়ে রাখি, গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সর্বদা আরবিআই নানা পদক্ষেপ নিয়ে থাকে। এর আগেও বেশ কিছু ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল আরবিআই।

সম্প্রতি আরবিআই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, কেরালার সমবায় ব্যাঙ্ক অনন্তশয়নম কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড তিরুবনন্তপুরমের লাইসেন্স বাতিল করেছে। ১৯৮৭ সালের ১৯ ডিসেম্বর এই ব্যাঙ্কে লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে নিয়ম ভঙ্গের অভিযোগে ১৯৪৯-এর ৫৬ ধারা এবং ৩৬ A (২) ধারায় বাতিল করা হলো লাইসেন্স। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে সতর্ক করেছিল আরবিআই। নিয়ম না মানায় শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো আরবিআই। তবে লাইসেন্স বাতিল (Bank license cancelled) হলেও, নন-ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে কাজ চালিয়ে যেতে পারবে।

লাইসেন্স বাতিলের পাশাপাশি (Bank license cancelled) এদিন বেশ কিছু ব্যাঙ্কের উপর জরিমানাও জারি করেছে আরবিআই। এত মধ্যে রয়েছে মহারাষ্ট্রের কোলহাপুরের শ্রী বর্ণ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এই ব্যাঙ্কের উপর ১ লক্ষ টাকা জরিমানা জারি করা হয়েছে। একই সাথে লখনউ, ইউপির এইচসিবিএল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উপরও ১১ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। জানা যাচ্ছে, ঋণ এবং অগ্রিম বিষয়ক নিয়ম না মানার কারণে এই জরিমানা করা হয়েছে।

এখানেই শেষ নয়, মহারাষ্ট্রের মুম্বাইয়ের দ্য স্টেট ট্রান্সপোর্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উপরও ২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। এছাড়া জম্মুর দ্য সিটিজেন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকেও অর্থ জরিমানা করা হয়েছে। এই ব্যাঙ্কে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে জানা গিয়েছে ব্যাঙ্কেগুলির উপর জরিমানা জারি করা হলেও, লেনদেনে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আরবিআই।

Related Articles