Featured

জলে পড়লেও খারাপ হবে না ফোন! চোখ ধাঁধানো ফিচারসে সঙ্গে আসছে পাওয়ারফুল Samsung Galaxy Xcover 7

Advertisement
Advertisement

২০২৩ এর শুরু থেকেই স্যামসাং নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে‌। আগামী কয়েক মাসে কম্পানি বেশ কিছু ফোন লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে কোম্পানি বর্তমানে এমন কিছু স্মার্টফোন নিয়ে কাজ করছে যা চোখ ধাঁধিয়ে দেবে। আর তার মধ্যে একটি হল Samsung Galaxy Xcover 7.

Samsung তাদের Galaxy Xcover ব্র্যান্ডিং এর অধীনে Samsung Galaxy Xcover 7 নামের একটি নতুন রাগড স্মার্টফোনের উপর কাজ করছে। আশা করা হচ্ছে শীঘ্রই এই ডিভাইসটি লঞ্চ করা হবে। সবথেকে আকর্ষণীয় বিষয় এর মডেল নম্বরটি আসন্ন galaxy a55 মডেল নম্বর এর সাথে ভীষণভাবে সাদৃশ্যপূর্ণ। ফলে ধারণা গ্যালাক্সি এক্স কভার সেভেন ফোনটি আসন্ন samsung galaxy a55 এর একটি রাগেড সংস্করণ হতে পারে।

samsung galaxy A55 রাগেড ভার্সন- গ্যালাক্সি এক্স কভার৭ বর্তমান প্রজন্মের গ্যালাক্সি এক্স কভার৬প্রো এর মতোন প্রো মডেল হবে কিনা স্পষ্ট নয়। তবে নামকরণ অনুযায়ী আশা করা হচ্ছে এটি প্রো মডেল নাও হতে পারে। উল্লেখ্য গতবছর জুনে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি Excover 6pro যার মডেল নং SM-G7xx. এখানে দেখা যাচ্ছে যে সংখ্যাটি যত বেশি ডিভাইসটি তত বেশি শক্তিশালী সুতরাং সেই থেকে ধারণা করা হচ্ছে যদি এর মডেল নাম্বার SM-G556B হয় তাহলে এটি নন প্রো মডেল হওয়ার সম্ভাবনা বেশি।

তবে এই সমস্ত তথ্যই অনুমান নির্ভর। কিন্তু আসন্ন Xcover 7 ও Galaxy A55 এর মডেল নম্বরের মধ্যে যে সাদৃশ্য দেখা গেছে তা ইঙ্গিত করে এক্স কভার লাইন আপের ফোনটি আদপে একটি রাগড Galaxy A55 হবে। Galaxy A55 এর স্পেসিফিকেশন সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি। এদিকে এক্সকভার7 এর অস্তিত্ব নিশ্চিত করেনি samsung. এই সম্পর্কিত অফিশিয়াল তথ্য সামনে আসলে সব বিষয়টি স্পষ্ট ধরা পড়বে।

Related Articles