Featuredনিউজ

Indian railways: পুজোয় বেড়াতে যাবেন? পরিবর্তন হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনের সময় সূচি, এক নজরে দেখে নিন তালিকা

রাজধানী এক্সপ্রেস সহ একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনের সফরে সময় কমছে

Advertisement
Advertisement

পুজোর মরশুমে একাধিক ট্রেনের সময় সূচি বদল করলো ভারতীয় রেল (Indian railways) কর্তৃপক্ষ। আর কয়েকদিন পরেই বাঙালির বড় উৎসব দুর্গা পূজা শুরু। এই পুজোতে অনেকে এক শহর থেকে অন্য শহরে যাবেন, আবার কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবেন। সেই সব যাত্রীদের কথা মাথায় রেখে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ একাধিক ট্রেন ছাড়ার সময়, গন্তব্যে পৌঁছানোর সময়ে পরিবর্তন করলো।

উত্তরপূর্ব সীমান্ত রুটের (Indian railways) ৭২টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। যেখানে ট্রেন গুলির যাত্রার সময় ০৫ মিনিট থেকে ১২০ মিনিট পর্যন্ত কমানো হয়েছে। কোন কোন ট্রেনের সময় সূচির বদল করা হলো? এক নজরে দেখে নিন।

● নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (২০৫০৬)-এর যাত্রার সময় ১০ মিনিট কমানো হয়েছে।

● কামাখ্যা-গোমতিনগর এক্সপ্রেস (১৫০৭৭)-এর সময় ৯০ মিনিট কমানো হয়েছে।

● ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (১৫৯৬০)-এর সময় কমেছে ১০০ মিনিট।

● আগরতলা-রানি কমলাপতি উৎসব স্পেশ্যাল (০১৬৬৬)-এর সময় কমানো হয়েছে ১২০ মিনিট।

যে যে ট্রেনের (Indian railways) আসা-যাওয়ার সময় পরিবর্তন হয়েছে

● হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (১৫৯৫৯) মালদহ টাউন স্টেশন থেকে রওনা দেবে ০১টা বেজে ৩৫ মিনিটে।

● কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (১৩১৪৫) মালদহ টাউন স্টেশন ছাড়বে ০২টা বেজে ৫০ মিনিটে।

● কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস (১৩১৬১) মালদা টাউন স্টেশন ছাড়বে ১৮টা ৫০ মিনিটে।

এছাড়া লোহিত এক্সপ্রেস ও অমরনাথ এক্সপ্রেস গুয়াহাটি থেকে ছাড়ার সময় বদল করা হয়েছে (Indian railways)। কামাখ্যা থেকে ক্যাপিটাল এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল রওনা দেওয়ার সময়ে পরিবর্তন আনা হয়েছে। ডিব্রুগড় স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেস ও বিবেক এক্সপ্রেস নতুন সময়ে ছাড়বে। এছাড়া ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (১৫৯৬২) এখন থেকে শুক্রবার ও সোমবার চলবে।

Related Articles