Featured

চাপে ওলা-আথার, দুরন্ত রেঞ্জের সঙ্গে বাজার গরম করতে লঞ্চ হল এই ঝাক্কাস ইলেকট্রিক স্কুটার

Advertisement
Advertisement

বর্তমানে গাড়ির দুনিয়ায় বৈদ্যুতিক স্কুটারের জনপ্রিয়তা ক্রমে বেড়ে চলেছে। একের পর এক বৈদ্যুতিক গাড়ি বাজার দখল করে নিচ্ছে। আর তাই সমস্ত সংস্থাগুলি এবার বৈদ্যুতিক স্কুটার তৈরিতে মনোনিবেশ করেছে। তাতে দূষণের মাত্রা যেমন লোপ পাবে তার পাশাপাশি একটি সুস্থ ভবিষ্যত আমরা আগামী প্রজন্মর জন্য তৈরি করতে পারবো। আর এই কথা মাথায় রেখে হায়দরাবাদের একটি বৈদ্যুতিক টু-হুইলার উৎপাদন সংস্থা PURE EV একটি নতুন স্কুটার বাজারে হাজির করেছে।

এই নতুন স্কুটারের নাম PURE EV ePluto 7G PRO। এই স্কুটারটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার। স্কুটারের মাইলেজ ১০০ থেকে ১৫০ কিলোমিটার। গাড়িটি শুধুমাত্র দেশে নয়, দেশের বাইরেও স্বীকৃতি পেয়েছে। ePluto 7G গাড়ির আপডেটেড ভার্সন হল PURE EV ePluto 7G PRO। তবে এবার জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই স্কুটারে। এই দুই চাকার গাড়িতে রয়েছে ৩ KWH পোর্টেবল ব্যাটারি, সিমলেস চার্জিং সাপোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি সহ আরও একাধিক ফিচার্স।

গ্রাহক তার মোবাইলে একটি অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য পাবেন এই স্কুটারের। এর মাধ্যমেই স্কুটারের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ব্যাটারি সম্পর্কে তথ্য, চার্জিং-এর বিষয়েও সমস্ত তথ্য জানতে পারবেন গ্রাহক। অর্থাৎ এই স্কুটারের যাবতীয় তথ্য গ্রাহক তার হাতের মুঠোয় পাবেন। স্কুটারের ব্যাটারিটি দ্রুত চার্জ হওয়ার সুবিধা রয়েছে।

গাড়িটি তিনটি ভিন্ন রঙে উপলব্ধ রয়েছে আর তা হল ম্যাট ব্ল্যাক, গ্রে ও হোয়াইট। সংস্থা এখনও পর্যন্ত ৬০,০০০ স্কুটার বিক্রি করে ফেলেছে। এই স্কুটারে ৩ বছরে রয়েছে ৪০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। তবে চাইলে এটির মেয়াদ ৫ বছরে ৬০,০০০ কিলোমিটার বাড়ানো যাবে। গাড়িটি এক্স শোরুম মূল্য ৯৯,৯৯৯ টাকা। যারা বৈদ্যুতিক স্কুটার কিনতে চান তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ।

Related Articles