বিনোদন

ফাঁস হয়ে গেলো শাহরুখের ক্যামিও সহ টাইগার থ্রি স্পয়লার! মাথায় হাত সলমনের

Advertisement
Advertisement

Tiger 3: সলমন খান এবং ক্যাটরিনা কাইফের অভিনীত টাইগার থ্রি সিনেমাটি নিয়ে বিনোদন প্রেমীদের উৎসাহের শেষ নেই। দিওয়ালিতে অর্থাৎ ১২ ই নভেম্বর টাইগার থ্রি (Tiger 3) পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই সংযুক্ত আরব আমিরশাহিতে মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু এই ছবি মুক্তির আগেই ঘটে গেলো একটি অপ্রত্যাশিত ঘটনা। সলমন খানের কথা রাখলেন না তার নিজের ফ্যানরাই। সলমন খান এর আগেই অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়েছিলেন যেন কোনো স্পয়লার না দেন তারা। তারা যেন ধৈর্য ধরে অপেক্ষা করেন এই ছবি মুক্তির জন্য। কিন্তু সলমনের এই অনুরোধ রাখলেন না তার ফ্যান দের একাংশ।

Tiger 3

সলমনের অনুরোধকে সম্পূর্ণ উপেক্ষা করে সিনেমা হল থেকেই গুরুত্বপূর্ণ দৃশ্য রেকর্ড করে অনলাইনে আপলোড করে দিলেন তার ফ্যানেরা। আর এই ঘটনাটি ঘটলো ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির মাত্র কয়েক ঘন্টা আগে। এই ভাইরাল ভিডিওতে ছবিটির একটি গুরুত্বপূর্ণ অংশ দেখা গেছে। সেখানে দেখা গেছে সলমন খান অর্থাৎ ছবির টাইগার একটি ঐতিহাসিক দুর্গের উপর একদল সশস্ত্র সেনা দ্বারা পরিবেষ্ঠিত হয়ে আছেন। এরই মাঝে বাজতে থাকে বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি পাঠান (Pathaan) ছবির বিখ্যাত ট্র্যাক ‘ঝুম জো পাঠান’। সেখানেই শাহরুখের এন্ট্রি হয়।

এই অবস্থায় দেখা যায় পাঠান অর্থাৎ শাহরুখ হিরোর বেশে এসে সেনাদের সঙ্গে লড়াই করে টাইগারকে উদ্ধার করেন। শাহরুখ খান এ সময় একটি এরিয়াল ট্রাম টাইগারকে বাঁচাতে টেনে নিয়ে যাওয়ার সময়েই তাদের উভয়ের বন্ধুত্ব স্পষ্ট ভাবে দেখা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর খুব দ্রুত তা ভাইরাল হয়ে যায়। এ প্রসঙ্গে দর্শকদের মধ্যেও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেছে। কেউ কেউ এই ছবি মুক্তির জন্য যথেষ্ট উৎসাহ প্রকাশ করেছেন। আবার কেউ এ ধরনের স্পয়লার শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছেন।

এদিকে হৃতিক রোশনের ক্যামিও অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গেছে। দুটো আলাদা আলাদা ভিডিও ক্লিপ-এর মাধ্যমে এই ভিডিও দুটি প্রকাশ হয়েছে। হৃতিক এর ফাঁস ভিডিওতে দেখা যাচ্ছে বেশ নাটকীয়ভাবে রক্তাক্ত হৃতিক প্রবেশ করছেন। তার মুখে রয়েছে একটি ধোঁয়াটে মুখোশ। যশরাজ ফিল্ম এবং সিদ্ধার্থ আনন্দ এর পরিচালনায় তৈরি হয়েছে এই স্পাইভার্স। এটি স্পাইদের মাল্টিভার্স। যেখানে পাঠান, টাইগার ও ওয়ার এই তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে তৈরি হয়েছে বলিউডের ক্রসওভার। চলচ্চিত্র ও বাণিজ্য বিশেষজ্ঞদের অনুমন প্রথম দিনেই ১০০ কোটি লাভ করবে এই ছবিটি।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles