বিনোদন

রোশনকে মুছে ফেলতে শেষ সিদ্ধান্ত নিলেন শ্রাবন্তী!

Advertisement
Advertisement

গত বছর এপ্রিলেই রোশন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী। ইতিমধ্যেই চিড় ধরেছে সম্পর্কে। গত কয়েকদিন ধরেই টলিগঞ্জের অন্দরে এই জল্পনা ঘুরে বেড়াচ্ছে। সব কিছু ঠিক নেই শ্রাবন্তীর সংসারে! তেমনই ইঙ্গিত দিচ্ছে নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলও। কপাল থেকে উঠেছ সিঁদুর এবার ফেসবুক ডিপি থেকে রোশনের ছবি সরল। তবে, কি আইনি পথে ভাঙতে বসেছে শ্রাবন্তী রোশনের সম্পর্ক তুঙ্গে তরজা।

গতবছরই ষষ্ঠী থেকে দশমীর সিঁদুর খেলা সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল একগুচ্ছ রোম্যান্টিক ছবিতে। কিন্তু এইবছর সেইসব ছিল ফাঁকা। বরং শ্রাবন্তী-রোশনের ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখা মিলছে একে অপরকে ইনস্টাগ্রামে আন-ফলো করে দিয়েছেন দুজনেই। রোশনের প্রোফাইল থেকে শুধু বিয়ের নয়, দুজনের একসঙ্গে থাকা যাবতীয় ছবি ডিটিল হয়ে গিয়েছে। এতদিন শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল তারকা দম্পতির কয়েকটি ছবি। সে গুলো তো সরেই গেছে এবার নিজের ডিপি থেকেও তৃতীয় স্বামীকে সরিয়ে দিলেন শ্রাবন্তী।

পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাঁদেরই ছেলে ঝিনুক। দীর্ঘদিন আলাদা থাকবরা পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাঁদের। সেই বছরই মডেল কিষাণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই বিয়েও। এরপর ২০১৯-এর শুরু থেকেই রোশন-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন দানা বাঁধতে থাকে। এরপর চুপিসাড়ে পঞ্জাবে গিয়ে বিয়ের পর্ব সেরে দেন দুজনেই। কিন্তু তৃতীয় বিয়েও টিকলো না। সেটাও ভাঙতে বসেছে। কিছুদিন আগেই তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই সিঁদুর না পারে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। আর এবার ডিপি থেকেও সরে গেল শ্রাবন্তীর তৃতীয় স্বামী। তাহলে কি চরম সিদ্ধান্তের পথেই হাঁটছে শ্রাবন্তী উঠছে প্রশ্ন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী এক সংবাদমাধ্যমকে জানান, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখা হচ্ছে। এরা তো কাউকে ছাড়ে না! যাদের কাজ নেই তারা পড়ছে এই সব গসিপ। দেখুন, এই সময় কেউ এ ধরনের খবর করে যদি পয়সা পায় পাক। আমি আমার সম্পর্ক বা বিয়ে নিয়ে একটা কথাও বলব না। প্লিজ! জানতে চাইবেন না’।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles