উন্মুক্ত ক্লিভেজে নেশা ধরালেন ‘সেক্সি ডিভা’ ঋতাভরী, রইল সমস্ত ছবি

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বং ক্রাশ বলতে ঋতাভরী কে সবার আগে তাই মনে মনে পড়ে। ত্রিশের কোঠা পেরোলেও তার গ্ল্যামার যেন দিন দিন বেড়ে চলেছে। ঘুরে বেড়াতে বেশ ভালোবাসেন নায়িকা, তাই সময় এবং সুযোগ হলেই বেড়িয়ে পড়েন দুর দূরান্তে। কিছুদিন আগেই ছুটি কাটাতে অভিনেত্রী পৌঁছে গেছিলেন মরু দেশ দুবাইতে।
আর মরু শহরের দুবাইয়ে গিয়ে বিশ্বের সবথেকে রেস্তোরা উচু বুজ খলিফায় দাড়িয়ে একের পর এক সেক্সি অবতারের ছবি পোস্টিয়ে যাচ্ছেন অভিনেত্রী। বন্ধুর সাথে জমিয়ে দুবাই ট্যুর এনজয় করেছেন অভিনেত্রী। মরু শহরেই প্রিয় বন্ধু রাহুল দাশগুপ্তের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। বন্ধুর জন্মদিনে চুটিয়ে মজা করেছেন অভিনেত্রী। বুজ খালিফার কালো গাউন পোশাকে সেজেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর মারকাটারি ফিগার ফ্ল্যাট অ্যাবস রাতের ঘুম কেরেছে তার অনুরাগীদের।
টেলিভিশন দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও এখন ঋতাভরী দাপিয়ে বেড়াচ্ছেন বড় পর্দায়। নিজের অভিনয় দক্ষতা দ্বারা প্রত্যেক দর্শকের মন জিতে নিয়েছেন এই বঙ্গসুন্দরী। শুধুমাত্র টলিউডের নয় বলিউডে একইভাবে নিজের পাকাবাকি জায়গা তৈরি নিয়েছেন অভিনেত্রী, মেরি পেয়ারী বিন্দু, পারি বিভিন্ন হিন্দি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী, এছাড়া বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি সম্প্রতি ক্যাটরিনা কাইফের সাথে একটি এড ভিডিও শুট করেছেন নায়িকা।
ঋতাভরী নিজের সোশ্যাল মিডিয়া সাইডে সব সময় থাকেন অ্যাক্টিভ। নায়িকা মাঝেমধ্যে নিজের বেশকিছু ফটোশুটের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রম প্রফাইলে যা দেখে নেটিজেনরা রীতিমতো প্রেমে হাবুডুবু খায় নায়িকার। ঋতাভরীর মিষ্টি হাসি যথেষ্ট তার অনুগামীদের ঘুম কেড়ে নেওয়ার জন্য। তার সাথে তার দারুন ফিগার, লাস্যময়ী নায়িকার প্রতিটি ছবি হয়ে ওঠে ভাইরাল। আর তেমনই নায়িকার দুবাই ট্যুরের ছবিগুলোও এই মুহূর্তের ভাইরাল নেট দুনিয়ায়।