Advertisements

আদো আদো গলায় অসাধারন হিন্দি গান গেয়ে মুগ্ধ করল খুদে কন্যা, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Advertisements

বয়স মাত্র চার, যে বয়সে আধো আধো কথা বলতে শেখে বাচ্চারা সেখানে এই বাচ্চাটি যেন ঈশ্বরপ্রদত্ত। এই বয়সেই অপূর্ব গান গান গেয়ে মন জয় করে নিয়েছেন শ্রোতাদের। আর যেমন খুশি গান নয়, গানের সুর তাল লয় ছন্দ এমনকি প্রতিটি শব্দ নির্ভুল বড়দের মতোই।

বর্তমানে সোশ্যাল মিডিয়া এখন এই মিষ্টি মেয়ের মিষ্টি গানে সঙ্গীত মুখর হয়ে উঠেছে। তার সুমধুর কন্ঠ রীতিমত ভাইরাল হয়ে গেছে কয়েক মুহূর্তের মধ্যে। একটি জনপ্রিয় হিন্দি গানে গান গেয়ে নজর কেড়েছে ঐ শিশুটি। জানা গেছে বাচ্চাটির নাম অলি। তার প্রতিভা যে কেবল ঘরের মধ্যে সীমাবদ্ধ নয় তা বোঝায় যাচ্ছে কারন ভিডিওতে দেখা যাচ্ছে একবারে পেশাদার গায়ক গায়িকার মতো রেকর্ডিং স্টুডিওতে কানে হেডফোন লাগিয়ে গান গাইছে সে‌।

অরিজিৎ সিং এর গাওয়া বেশ কঠিন নোটের গান এইটুকু বয়সে সাবলীলভাবে গেয়ে দিয়েছে সে। তাইতো দর্শকরা তাজ্জব হয়ে গেছেন। কমেন্ট বক্সে সেই প্রতিক্রিয়াও নজরে এসেছে। সুরে সুরে চারিদিক ভরে উঠতেই মানুষের মনে এক সুন্দর অনুভূতি এনে দিয়েছে বাচ্চাটি। সাবাশি ও বাহবাতে ভরে গেছে কমেন্ট বক্স। ভিউজও ছাড়িয়ে গেছে প্রচুর। তবে এটিই প্রথম নয় এর আগেও তার বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছিল।

জো মিলি থি দুয়া হিন্দী গান গেয়ে প্রথম জনপ্রিয়তা লাভ করেছিল অলি। এইটুকু বয়সে হিন্দী বাংলা উভয় ভাষায় দক্ষতা দেখে অভিভূত হয়েছিলেন সকলেই। তাইতো কয়েকদিনের মধ্যেই ভারত পেরিয়ে বিদেশের মাটিতেও তার সুনাম গড়ে ওঠে।

সব ভালো জিনিসের যেমন সমালোচনা হয় সেরকম এক্ষেত্রেও অনেকে অভিযোগ করেছেন এইভাবে একটি শিশুকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় কার্যত মুনাফার নেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ জন প্রতিবাদ করে জানিয়েছেন এই সমালোচনা নিতান্ত অবাঞ্ছনীয়। একজন যদি ছোটবেলা থেকে এরকম পরিশ্রমী হয় তবে আগামীদিনে সে আরো ভালো জায়গায় যেতে পারবে।

Related Articles