Advertisements

বাংলার সুপারস্টার জিৎকে ঘিরে তুমুল উত্তেজনা, প্রকাশ্য রাস্তায় ফেটে পড়লেন হাজারো আমজনতা

Advertisements

টলিউডের অন্যতম সেরা নায়ক জিৎ। দুধে আলতা গায়ের রং টিকালো নাক সুঠাম চেহারার এই নায়কের ফ্যান ফলোইং প্রচুর। সাথী ছবি দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন অভিনেতা, প্রথম ছবি দিয়েই বাজিমাত, বক্সঅফিসে বড়সর সাফল্য পায় জিতের সাথী। তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি কখনো কোয়েল আবার কখনো স্বস্তিকার সাথে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শক দের।

সিনেমাতে অভিনয়ের পাশাপাশি এখন প্রযোজনাতেও মন দিয়েছেন জিৎ। সেখানেও পাচ্ছেন বেশ সাফল্যের আলো। জিতের আসল নাম জিতেন্দ্র মাদনানী। জন্মসূত্রে বাঙালি না হলেও কলকাতাতেই বেড়ে ওঠার কারণে বাংলাটা বেশ ভালই বলতে পারেন এই অভিনেতা। অভিনেতার ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১১ লক্ষেরও বেশি। সেখানে মাঝেমধ্যেই বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন অভিনেতা।

কিছুদিন আগেই স্ত্রী-কন্যার সাথে অমৃতসরে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। সেই সময়কার ছবিও ভাগ করে নিয়েছিল নিজের অনুভূতির সাথে মুহূর্তের মধ্যেই সেসব ছবি হয়ে গিয়েছিল ভাইরাল। কিছুদিন আগে অভিনেতা নিজের মেয়ের সাথে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার কন্যা তাকে হেড মাসাজ দিচ্ছে। বাবা মেয়ের এই মিষ্টি ভিডিও বেশ পছন্দ করেছিল নেটজনতা।

আর আবারো আরেক ভিডিও শেয়ার করলো জিৎ, এই ভিডিওতে দেখা যাচ্ছে মাইক হাতে দাড়িয়ে রয়েছে নায়ক তার সামনে কাতারে কাতারে অগুননিত মানুষ। নায়ক সকলের উদ্দেশে বলে উঠলেন ‘কেমন আছেন’ ব্যাস তারপরই চরম হুল্লোড়ে ফেটে পরলো ভিড়ে উপস্থিত সকল মানুষ।

জানা গিয়েছে এই ভিডিওটি মুর্শিদাবাদ জেলার স্কেহানে একটি শপিং মলে, যেখানে উদ্বোধন করতে গিয়েছিলেন হিরো, আর তাকে দেখতেই হাজির হয়েছিল লক্ষাধিক মানুষ। আর সেই অনুষ্ঠানেরই একটু ছোট্ট ঝলকে ভিডিও পোস্ট করেছেন জিৎ, যা নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখে ফেলেছে ইতিমধ্যে।

Related Articles