উরু পর্যন্ত চেরা পোশাকে কামুক পোজ, নোরা ফাতেহির যৌবনের ছটায় বেসামাল সাইবারবাসী, রইল সমস্ত ছবি

বলিউডের নোরা ফাতেহি বর্তমানে নিজের ডান্স এবং ফ্যাশনের জন্য থাকেন বেশ চর্চায়। মেদবিহীন পারফেক্ট মারকাটারি ফিগারে নোরা ঘুম উড়িয়ে দিতে পারেন যে কোন পুরুষের। আর এবার তিনি ফিল্মফেয়ার এর মঞ্চে ঝড়ালেন আগুন।
ফিল্মফেয়ারের অনুষ্ঠানে নোরার পরনে ছিল ডমিনিক্যান লেবানিজ ডিজাইনরা জিয়ানিয়া আজহারের মেটালিক কালেকশনের একটি পোশাক হাতা ছাড়া, টার্টেল নেক, লেবানিজ বচডি শ্যুটে সারা পোশাকে ছিল রূপোলি রঙের ট্যাসেল। পায়ে ছিল মানানসই রুপালি রঙের জিমি চোকো ব্রান্ডের সিলভার রঙা স্টিলেটো।
পোশাকের সাথে সামঞ্জস্য রেখে মেকআপ করেছিলেন অভিনেত্রী। সারা শরীরে ছিল মেটালিক আভার মেকআপ। খোলা চুল চোখে আইলাইনার সঙ্গে ঠোঁটে গ্লসি লিপস্টিক। কোন গয়না শরীরে না থাকলেও আঙ্গুলে ছিল বাহারি আংটি।
অভিনেত্রী নিজের এই লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। নোরার লুকে ক্লিন বোল্ড নেটিজেনরা। নোরা পোষ্টের সাথে লিখেছেন, ‘ভেজা চুল ব্রোঞ্জের ত্বক, আমার মনে হয়না তুমি এটা গ্রহণ করতে পারবে’। ফিল্মফেয়ারের মূল অনুষ্ঠানে এদিন নোরা কে গোল্ডেন মেটালিক উরু পর্যন্ত চেরা লং গ্রাউন্ড পরে উপস্থিত হতে দেখা যায়। নোরার সেই লুকেও তিনি ছিলেন অনবদ্য।