বিনোদন

মৃত্যুর পরে গলায় ব্যান্ডেজ বেঁধে জীবিত জবা, জনপ্রিয় অভিনেত্রী পেলেন ‘অমর’ তকমা

Advertisement
Advertisement

ধারাবাহিক মানেই সেখানে গল্পের গরু গাছে উঠবে সেটা সকলেই জানে। তবে ধারাবাহিক ‘কে আপন কে পর’ গল্পের গরুকে একেবারে মগডালে চড়িয়ে দেওয়া হচ্ছে। ‘কে আপন কে পর’ ধারাবাহিকের মূল চরিত্র জবা নানান কারনে মাঝে মধ্যেই ট্রল হয়। তবে এবার জবাকে অ্যামিবা বলে ট্রল করা হলো সোশ্যাল মিডিয়ায়।

সন্ধ্যা হলেই অনেকেই টিভির সামনে বসে নানান ধারাবাহিক উপভোগ করতে থাকেন। শাশুড়ি-বউমার ঝগড়াঝাটি হোক কিংবা স্বামীর দ্বিতীয় সম্পর্ক নিয়ে দুই মহিলার টানাপোড়েন আবার গ্রাফিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা রাজা, রানি, রাজপুত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া ধারাবাহিকও মন টানে তাঁদের। সেই সবকিছুর মাঝে ‘কে আপন কে পর’ ধারাবাহিক দর্শকদের মনের জায়গা করে নিলেও ধারাবাহিকে জবার ম্যাজিকে কার্যত মুগ্ধ দর্শকরা। যদিও জবার ম্যাজিক বর্তমানে হাসির খোরাকে পরিণত হয়েছে।

পরিচারিকা হয়ে ঢুকে সোজা বাড়ির বউ জবা। সব পরিবারে ভালো মানুষের পাশাপাশি বেশ কিছু খারাপ মানুষ থাকে। ঠিক যেমন জবার পরিবারে। তবে বড় জায়ের কাছ থেকে কখওনই ঠিক দিদির মতো ভালবাসা, ভরসা পাননি ধারাবাহিকের মুখ্য চরিত্র। পরিবর্তে প্রতি পদে বড় জায়ের ষড়যন্ত্রের শিকার জবা। সেরকম এবার বড় জা তন্দ্রার চক্রান্তের মুখোমুখি জবা। এবার অবশ্য দেখানো হয় জবাকে বলি দেয় তন্দ্রা। তার ভিডিও পাঠানো হয় জবার স্বামী পরমকে। সেই সময় সকলের সঙ্গে কালীপুজোয় মেতে ছিলেন পরম। তবে তারই মাঝে ভিডিও মেসেজ পেয়ে কার্যত হতভম্ব হয়ে যান পরম। হাত থেকে পড়ে যায় স্মার্টফোন।

সকলেই ভাবে হাসপাতালে অসুস্থ হয়ে ভরতি থাকা তন্দ্রাই হয় তো এই কাণ্ড ঘটিয়েছে। তাই সঙ্গে সঙ্গে হাসপাতালে খোঁজ নেওয়া হয়। তবে তন্দ্রা হাসপাতালের কেবিনে রয়েছেন বলেই জানান নার্স। বর্তমানে জবার রহস্যমৃত্যুর তদন্ত চলছে। তারই মাঝে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন তন্দ্রা। এইসবের মাঝেই হঠাৎ ফিরে এসেছেন জবা। এটাকে জবা নাকি তার ভূত সেই আতঙ্কে কাঁটা তন্দ্রা। মরে গিয়ে ফিরে আসা জবার গলায় রয়ছে একটা ব্যান্ডেজ। মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক আর কপালে ছোট্ট টিপ পরে ফিরে এসেছে জবা। ধারাবাহিকের এই পর্ব নিয়ে নেটদুনিয়া সরগরম। জবাকে ‘ঝড়’-এর সঙ্গে তুলনা করেন ঝিলম গুপ্ত নামক নেটাগরিক। অনেকেই জবাকে অ্যামিবার সঙ্গে তুলনা করে বলছে সে নাকি এককোষী প্রাণীর মতো যাকে মেরে ফেলা প্রায় অসম্ভব।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles