বিনোদন

ক্যামেরার সামনেই অন্তরঙ্গ মুহূর্তে উদ্যত দীপিকা-রণবীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

বলিউডের টপ রোমান্টিক জুটি দীপিকা পাডুকোন এবং রনভির সিং। বিয়ের তিন বছর পরেও বি-টাউনের হট কাপলের ট্যাগ একই রকম ভাবে ধরে রেখেছেন দীপবীর। প্রত্যেক প্রেমে থাকা জুটির জন্য রণবীর এবং দীপিকা যেন রোল মডেল। মাঝেমধ্যেই তাদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যায় একে অপরের সাথে খুনসুটি করছে এই দুই লাভ বার্ড।

নিজেদের ভালোবাসা আগাগোড়াই জনসমক্ষে উজার করে প্রকাশ করেছেন এই তারকা জুটি। তা সে ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড শো তে একে অপরকে ফ্লাইং কিস দেওয়া হোক, কিংবা নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে ভালোবাসা উজাড় করা হোক, সত্যিকারেরই বলিউডের এই হিট জুটির থেকে খুল্লাম খুল্লা প্যায়ার করতে শেখা উচিত।

2013 সালে দীপিকা এবং রণবীর সিং জুটি বেঁধেছিলেন সঞ্জয় লীলা বনসালির ছবি রামলীলাতে। দীপিকাকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছিলেন রণবীর। দীপিকা তখন প্রেমে আঘাত খেয়ে রীতিমতো চূর্ণ-বিচূর্ণ, তাই সময় চেয়ে নিয়েছিলেন হ্যান্ডসাম হাংক রণবীরের কাছ থেকে, যদিও প্রথম দেখাতে দীপিকারও বেশ পছন্দ ছিল রণবীরকে। এরপর শুরু হয় প্রেমপর্ব শুধু রিয়েল লাইফে নয় রিল লাইফেও এই জুটির কেমিস্ট্রি তাক লাগিয়ে দেওয়ার মতন তা সে রামলীলা হোক কিংবা পদ্মাবতী অথবা বাজিরাও মাস্তানি, নিজেদের কেমিস্ট্রিতে বারবার পর্দায় আগুন লাগিয়েছেন দীপিকা-রণবীর।

2018 সালে বিয়ে হবার পর প্রথম একসাথে আবার সেলুলয়েডে ফিরতে চলেছেন এই জুটি। সামনেই মুক্তি পেতে চলেছে তাদের পরবর্তী একসাথে করা ছবি ৮৩। মূলত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের জীবনী এই ছবি, যেখানে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে এবং কপিল দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন দীপিকা।

সম্প্রতি দীপিকা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছে স্বামীর রনবীরের সাথে প্রেমে মশগুল তিনি, স্বামীকে ভরিয়ে দিচ্ছেন সোহাগে। আর এই ভিডিওটি আপলোড হওয়ার পরেই দীপবীর এর ফ্যানরা তা ভাইরাল করতে বেশি সময় নেননি।

অন্যদিকে রণবীরও একটি ভিডিও আপলোড করেছেন নিজের ইনস্ট্রাগ্রামে, যেখানে দেখা যাচ্ছে দীপিকা এবং রণবীর দুজন মিলে খুনসুটি করে মারপিট করছেন। তাদের এই মিষ্টি মুহূর্তের ভিডিওটিও বেশ পছন্দ করেছেন সাইবারবাসি এবং ক্ষনিকের মধ্যেই করে দিয়েছেন ভাইরাল।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles