নোবেলের মাথায় পড়ল ৩০টা সেলাই! গুরুতর আহত সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়ক

মঈনুল আহসান নোবেল, ওপর বাংলার ছেলে জি বাংলা সরেগামাপা অনুষ্ঠানে গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছিলো, আর সেই নোবেল হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার রক্তাক্ত ছবি। হঠাৎ কি হলো গায়কের? আসল ঘটনা জানিয়েছেন নোবেল, এক বয়স্ক ব্যক্তিকে বাঁচাতে গিয়েই তার এই হাল হয়েছে বলে নিজের সোশ্যাল হ্যানেলে জানিয়েছেন তিনি। নোবেল বলেন, তার মাথার তালুতে বারোটা এবং বাম পাশের ভ্রুরুতে আঠারোটা সমেত মোট ত্রিশটা সেলাই পড়েছে।
কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? নোবেল জানান, এক বয়স্ক ব্যক্তি অসতর্কভাবে রাস্তা পার করতে যায় তখনই দুর্ঘটনা থেকে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে নোবেল, এবং তাতেই তার গুরুতর আঘাত লাগে, তবে নোবেল জানায়, আঘাত লাগলেও এক পরিতৃপ্তি আছে তার মনে।
এদিন নোবেলের পোস্ট করা তার রক্তাক্ত ক্ষতবিক্ষত ছবিটিতে দেখা যায় চোখে ব্যান্ডেড করা আছে তার। অবশ্য তিনি যেই মানুষটিকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছেন সেই বৃদ্ধ নিরাপদে আছেন বলে জানিয়েছেন নোবেল।
সারেগামাপাতে বিজয়ী না হতে পারলেও বেশ পরিচিতি স্থাপন করেছিলেন ওপার বাংলার নোবেল, বহু মানুষ তার গায়িকি পছন্দ করে, তবে সারেগামাপা মঞ্চ থেকে ফিরে গিয়ে নোবেল রবীন্দ্রনাথের নামে কুরুচিকর মন্তব্য করলে তাকে নেটিজেনদের রোষের মখে পড়তে হয়েছিল। ট্রোলের বন্যা বয়ে গিয়েছিল নোবেলের নামে। তবে এবার নিজের জীবন বিপন্ন করে একজনের জীবন বাঁচানোর জন্য সকলের কাছে বেশ প্রশংসা কুরালেন নোবেল, আপাতত সকলের দোয়ায় সুস্থ আছেন গায়ক।