Advertisements

অনস্ক্রিনে চরম সঙ্গমের দৃশ্যে কীভাবে যৌনতায় মেতে উঠেছিলেন ঐশ্বর্য, গোপন তথ্য ফাঁস রাই সুন্দরীর

Advertisements

তার নীল চোখে মুগ্ধ গোটা বিশ্ব। তিনি ঐশ্বর্য, অনেকগুলো পরিচয় তার একাধারে বিশ্বসুন্দরী, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আর তার সাথেই বলিউডের সবথেকে প্রভাবশালী পরিবার বচ্চন বাড়ির বউ। আর এতগুলি পরিচয়কে একসাথে তাল মিলিয়ে চালিয়ে যাচ্ছেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব গ্রহণ করে বলিউডে পা রাখেন ঐশ্বর্য, নিজের অভিনয় দ্বারা মন জয় করে নিয়েছেন নিজের অনুরাগীদের। তবে অনস্কিন রোমান্স কিংবা চুম্বন দৃশ্য করতে আগাগোড়াই আপত্তি ছিলো রাই সুন্দরীর। তবে বিয়ের পর হঠাৎ সেই নিয়ম ভাঙ্গায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছিলো অভিনেত্রীকে।

কারণ যতই হোক তিনি বচ্চন পরিবারের একমাত্র বউ, তাই অনেকটা রক্ষণশীলতা মেনে তো তাকে চলতেই হবে, তাই যখন হৃত্বিকের সাথে ধুম ২ তে অভিনেত্রী লিপ লকের সিনে ধরা দেন তখন তা দেখে আকাশ ভেঙ্গে পড়েছিল বচ্চন পরিবারের মাথায়। ধুম ২ রিলিজের আগেই অভিষেকের সাথে সাত পাকে বাঁধা পড়ে গিয়েছিলেন রাই সুন্দরী, আর তাই অন্য হিরোর সাথে বাড়ির বউ এর অন স্কিন ঘনিষ্ট দৃশ্য মেনে নিতে পারেননি পরিবার।

নিজের থেকে ৯ বছরের ছোট রণবীর এর সাথে ‘ইয়ে দিল হে মুশকিল’ ছবিতে অভিনয় করেন ঐশ্বর্য, যেখানে রণবীরের সাথে বেশ ঘনিষ্ট দৃশ্যে দেখা গিয়েছিলো তাকে, বিশেষ করে সিনেমার জন্য ঐশ্বর্য এবং রণবীরকে করতে হয়েছিল ঘনিষ্ঠ কিছু ফটোশুট, যাতে রণবীরের কোলে শুয়ে থাকতে দেখা গিয়েছিলো রাই সুন্দরীকে, ছবিগুলি বেশ ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়, আর তাতেই ঐশ্বর্য উপর ক্ষিপ্ত হয়ে ছিলেন শ্বশুর অমিতাভ এবং শাশুড়ি জয়া। এমনকি পুত্র বধূর বিরুদ্ধে সেই রাগ মিডিয়ার সামনে পর্যন্ত উগড়ে দিয়েছিলেন জয়া।

Related Articles