বিনোদন

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে অপমান! উচিৎ শিক্ষা দিলেন আদনান সামি

Advertisement
Advertisement

বিভিন্ন ক্ষেত্রে তারকাদের অপমান এবং সমালোচনার মুখে পড়তে হয়, সেটা নতুন কথা নয়। কিন্তু সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ক্ষেত্রে এ ঘটনা প্রথমবার হয়তো। ভারতের নাইটিঙ্গেল-এর ক্ষেত্রে এমন দুঃসাহস হয়তো আগে কেউ করেনি।

দিন কয়েক আগে কাবেরী নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়, “ভারতীয়দের মগজ ধোলাই করে বোঝানো হয় লতা মঙ্গেশকরের কণ্ঠ অসাধারণ।” এই টুইট দেখেই ক্ষেপে ওঠেন আদনান সামি এবং বিবেক অগ্নিহোত্রীরা। আদনান সামি রিটুইট করে জবাব দেন, “বাঁদর আর আদার স্বাদ বুঝবে কী করে?”

চুপ থাকেননি বিবেক অগ্নিহোত্রীও। তিনি বলেন, “আমি সরস্বতীকে বিশ্বাস করি, তার কারণ লতা মঙ্গেশকর। আর আমি শয়তানে বিশ্বাস করি তার কারণ এই সমালোচকেরা।” তিনি আরো লিখেছেন, “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, লতা মঙ্গেশকরের এসব সমালোচকেরা যেন পরের জন্মে আমাদের মত মানুষ হয়ে জন্মান যাতে তাঁরা সৌন্দর্য এবং স্বর্গীয় অনুভূতি অনুভব করতে পারেন সংগীতের মাধ্যমে।”

তবে ছেড়ে কথা বলেননি নেটিজেনদের একাংশও। তাঁরাও যথেষ্ট আক্রমণ করেছে ওই টুইটকারীকে। ভারতের এমন একজন লেজেন্ডারি সঙ্গীতশিল্পীকেও যে আক্রমণের মুখে পড়তে হয়, তা কল্পনাতীত। যদিও যাঁকে নিয়ে আক্রমণ, তিনি অবশ্য কোনো মন্তব্য করেননি এ নিয়ে।

Related Articles