বিনোদন

গোল্ডেন আউটফিটে লাস্যময়ী জাহ্নবী, শ্রীদেবী কন্যার শরীরী মোচড়ে মুগ্ধ সাইবারবাসী, ভাইরাল ভিডিও

ঠিক যেন মায়েরই প্রতিচ্ছবি! একসময় হাওয়া হাওয়াই গানে দর্শকের রাতের ঘুম উড়িয়ে ছিলেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবি, তিনি আজ নেই কেটে গেছে তিন বছর, তবে মায়ের আদর্শতে অনুপ্রাণিত হয়ে তার নাম উজ্জ্বল করতে বদ্ধপরিকর মেয়ে জাহ্নবী কাপুর। শ্রীদেবী এবং বনি কাপুরের জ্যেষ্ঠ কন্যা।

২০১৮ সালে ঈশান খাট্টার এর বিপরীতে ধড়ক ছবিতে তার ডেবিউ করে বলিউডে নিজের পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেছে জাহ্নবী। ধড়ক ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শককূলে। এরপরও জাহ্নবী অভিনীত আরও দুটি ছবি ও টি টি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। যার মধ্যে একটি ঘোস্ট স্টোরিজ, অন্যটি গঞ্জন সাক্সেনা দা কার্গিল গার্ল। শোনা যাচ্ছে শ্রীদেবী এবং বনি কন্যা জাহ্নবীর হাতে এই মুহূর্তে রয়েছে আরও দুটি সিনেমা। রুবি এবং দোস্তানা২।

ইতিমধ্যেই রুহি সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, জাহ্নবীর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন রাজকুমার রাও এবং বরুন শর্মা। হরর কমেডি ছবি ‘স্ত্রী’ নির্মাতা হার্দিক নেতার হাত দিয়ে তৈরি হচ্ছে এই ছবি, সেই কারণেই ছবি নিয়ে বেশ আশাবাদী দর্শকরা। এরইমধ্যে ছবির তিনটি গান রিলিজ হয়েছে, আর তাতে জাহ্নবী ধরা দিয়েছে অন্য রূপে।

শ্রীদেবী ছিলেন এককালের অন্যতম বৈশিষ্ট্য ডান্সার, মেয়ে যে নাচে অনবদ্য হবে সেটা স্বাভাবিক। রুহি সিনেমায় জাহ্নবী নিজের নাচের প্রতিভাকে তুলে ধরেছে দর্শকদের সামনে, সিনেমার একটি গানের দৃশ্যে জাহ্নবীকে দেখা যাবে বেলি ডান্স করতে। সেই গানের মুক্তির পর এই রীতিমতন প্রশংসা কুড়িয়েছেন জাহ্নবী।

মারকাটারি নির্মেদ ফিগারের বেলি ড্যান্সে জাহ্নবী অনবদ্য। আর এবার রুহি সিনেমার তৃতীয় গান নদীয়াকা পারে একদম ভিন্ন লুকে ঝড় তুলেছে জাহ্নবী, এই গানের সেট সাজিয়ে তোলা হয়েছে মরুভূমিতে, মায়ের মতোই ডান্স এবং এক্সপ্রেশনে মরুভূমির বালি কে যেন আরও তপ্ত করেছে শ্রীদেবী কন্যা। গোল্ডেন আউটফিটে জাহ্নবীকে গানের দৃশ্যে লাগছিল গ্ল্যামার কুইন। সোশ্যাল মিডিয়ায় এই গানের দৃশ্য মুক্তি পেতেই হয়েছে নিমেষে ভাইরাল।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles