খোলা আকাশের নিচে ‘Super Hit’ গানে দুর্দান্ত নাচ অভিনেত্রী সন্দীপ্তার, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে টেলিপাড়ার অভিনেত্রীরাও বড় পর্দার অভিনেত্রীদের থেকে কোন অংশে কম যান না, তা সে গ্ল্যামারাস লুক হোক কিংবা স্টাইল স্টেটমেন্ট ছোট পর্দার নায়িকা রীতিমতন টেক্কা দিচ্ছে বড় পর্দার নায়িকাদের। তাদের মধ্যেই একজন হলেন বাংলা টেলিভিশন জগতের অন্যতম অভিনেত্রী সন্দীপ্তা সেন। 34 বছর বয়সী সন্দীপ্তা এখনো যেন অষ্টাদশী।
2009 সালে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুর্গা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন সন্দীপ্তা। এরপর একে একে অভিনয় করেছেন বিভিন্ন সিরিয়ালে, যার মধ্যে জনপ্রিয় ‘টাপুর টুপুর’ ও ‘তুমি আসবে বলে’। টাপুর টুপুর এ নিজের অভিনয় দ্বারা দর্শকের মন জিতে নিয়েছিলেন সন্দীপ্তা।
তুমি আসবে বলে ধারাবাহিকে অভিনেতা রাহুলের সাথে জুটি বেঁধেছিলেন তিনি, সেই সময়ে রাহুল এবং সন্দীপ্তার সম্পর্ক নিয়ে উঠেছিল গুঞ্জন, জানা গিয়েছিল একে অপরকে ডেট করছেন তারা এবং সেই কারণেই রাহুল এবং প্রিয়াঙ্কার বৈবাহিক সম্পর্কে ফাটল ধরেছে। পরে অবশ্য এই প্রসঙ্গ কে একেবারে উড়িয়ে দিয়ে সন্দীপ্তা এবং রাহুল জানান তারা শুধুমাত্র একে অপরের ভালো বন্ধু।
অন্যান্য টেলিভিশন অভিনেত্রী দের মতন সন্দীপ্তা ও বেশ একটিভ সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ফটোশুটের ছবি ছাড়তে থাকেন নেট মাধ্যমে, পাশপাশি নাচের রিলও পোস্ট করতে থাকেন ইনস্টাগ্রামে। আর তেমনই একটি ভিডিও পোস্ট করলেন নায়িকা।
রঙের উৎসবে মেতেছে সবাই। সকলের মতন সন্দীপ্তাও মেতে উঠলেন রঙের উৎসবে, পিঙ্ক হট প্যান্ট এবং সাদা রঙের টপস পড়ে চোখে সানগ্লাস এটে মুখ আবির রাঙ্গা করে ‘এ জাবানি হে দিবানি’ এর জনপ্রিয় হোলি স্পেশাল গান ‘বালাম পিচকারি’ তে বাড়ির ছাদে নাচলেন অভিনেত্রী। নিজেই পোস্ট করলেন সেই ভিডিও। সন্দীপ্তার এই নাচের ভিডিও তে তার অনুরাগীরাও নায়িকাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রাণ খুলে।