চলছে লাইভ শো, প্রকাশ্য মঞ্চে নেহাকে শাড়ি পরিয়ে দিলেন তারকা অভিনেত্রী রেখা

জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর গত বছর সাতপাকে বাধা পড়েছেন রোহান প্রীত সিং এর সাথে। এই মুহূর্তে রোহু’র সাথে সুখের সংসার করছেন নেহু। আর এবার নেহার নতুন জীবনের জন্য তাঁকে আশীর্বাদ করলেন বলিউডের এভারগ্রীন নায়িকা রেখা। আশীর্বাদ স্বরূপ একটি শাড়িও নেহা কে উপহার দিলেন রেখা।
জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল বিচারকের আসনে রয়েছেন নেহা। নেহার সাথে বিচারকের আসনে রয়েছেন বিশাল দাদলানি এবং হিমেশ রেশামিয়া। আর সেই শোতেই সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন রেখা, আর সেখানেই নেহা কে বিয়ের জন্য আশীর্বাদ করলেন তিনি তারই সাথে গোলাপি রঙের একটি সুন্দর কাঞ্জিবরন শাড়ি ও দিলেন উপহারে।
বর্ষিয়ান অভিনেত্রী রেখার কাছ থেকে আশীর্বাদ এবং উপহার পেয়ে আপ্লুত নেহা। প্রতিক্রিয়া হিসেবে নেহা জানান, ‘এই শাড়িটি আমি আশীর্বাদ স্বরূপ রেখা ম্যামের থেকে পেয়েছি যা আমার কাছে খুবই মূল্যবান। রেখা ম্যাম কে দেখা এবং তার কাছ থেকে উপহার পাওয়া এক দারুন অনুভুতি। আমার খুশি আমি ভাষায় ব্যক্ত করতে পারব না।’
অন্যদিকে রেখা বলেন, ‘এটা সবসময়ই বলা হয় যখন আপনি নতুন কারো সাথে দেখা করবেন তাকে অবশ্যই আশীর্বাদ করা উচিত। আর আমি মনে করি উপহার হিসেবে শাড়ি সবথেকে সুন্দর একটি পোশাক। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নেহাকে শাড়ি উপহার দেওয়ার।’
এমনিতেও রেখা অবশ্যই একজন শাড়ি পার্সন। তাকে বেশিরভাগ সময়ই সোলা সিঙ্গার করে ট্র্যাডিশনাল লুক দেখা যায়, এবং তার ফ্যাশন সেন্সে তিনি এই বয়সেও মাত দিতে পারেন সাম্প্রতিককালের যেকোনো নায়িকাকে।