Spacialনিউজ

Flipkart-Amazon sale: পুজোর আগেই সেল Flipkart ও Amazon এ! কেনাকাটায় দিচ্ছে বিশেষ ছাড়!

একই দিনে ক্রেতাদের জন্য মহাসেলের ব্যাবস্থা করেছে Flipkart ও Amazon

Advertisement
Advertisement

বিগত বেশ অনেক বছর ধরেই অনলাইনে কেনাকাটা করার দুটি জনপ্রিয় শপিং ডেসটিনেশন ফ্লিপকার্ট ও অ্যামাজন বিভিন্ন সময় ক্রেতাদের জন্য মহাসেলের ব্যবস্থা করে (Flipkart-Amazon sale)৷ গত বছর ব্যবসার লাভ্যাংশের হিসাবে ফ্লিপকার্ট অনেকটা এগিয়ে ছিল৷ এবছরও এই সেলের আয়োজন করতে চলেছে এই ই-কমার্স সংস্থাটি৷ বৃহস্পতিবার এই মহাসেল সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে ফ্লিপকার্টের পক্ষ থেকে৷ ৮ অক্টোবর শুরু হবে এই মহাছাড়ের উৎসব এবং চলবে টানা নয় দিন ধরে৷ ফ্লিপকার্ট প্লাস সাবস্ক্রিপশন থাকা গ্রাহকরা একদিন আগে থেকে এই ছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন৷

বিগত ১৫ বছর ধরে নিজেদের অনলাইন ব্যবসাকে টিকিয়ে রেখেছে ফ্লিপকার্ট৷ তাদের এই মহাছাড় বা বিগ বিলিয়ন ডে সেল এবছর দশম বর্ষে পা দিতে চলেছে৷ তবে ফ্লিপকার্টের পাশাপাশি আর এক জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনও শুরু করতে চলেছে তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল৷ ফ্লিপকার্টের মতো অ্যামাজনের (Flipkart-Amazon sale) এই ছাড়ের অফারটিও শুরু হচ্ছে ওই একই দিনে৷

অ্যামাজনে ৮ অক্টোবর রাত ১২টা থেকে এই সেল শুরু হবে৷ অবশ্য অ্যামাজনের প্রাইম গ্রাহকরা একদিন আগে থেকে এই অফারগুলি পাবেন৷ তাদের জন্য এই মহাসেল শুরু হচ্ছে ৭ অক্টোবর৷ অর্থাৎ এবছর একে অন্যকে টেক্কা দিতে একই দিন থেকে নিজেদের সম্ভার সাজাতে চলেছে ফ্লিপকার্ট ও অ্যামাজন (Flipkart-Amazon sale)৷

বর্তমানে অবশ্য বিভিন্ন ধরণের জামাকাপড় কিনতে অনেকেই ভরসা রাখেন মিশো ও মিন্ত্রার উপর৷ ফ্লিপকার্ট ও অ্যামাজন সেলের (Flipkart-Amazon sale) পাশাপাশি এই দুটি অ্যাপ কবে থেকে দর্শকদের জন্য সেলের অফার দিতে চলেছে তা এখনও জানা যায়নি৷ তবে আন্দাজ করা যাচ্ছে পুজো উপলক্ষে অক্টোবরের প্রথম সপ্তাহের দিকেই সেলের আয়োজন করতে পারে এই দুটি সংস্থাও৷

এপ্রসঙ্গে বলে রাখা ভালো গত বছর ব্যবসার নিরিখে ফ্লিপকার্টের তুলনায় অনেকটা পিছিয়ে ছিল অ্যামাজন৷ এবছর তারা ফ্লিপকার্টকে পিছনে ফেলতে কীভাবে নিজেদের ঝুলি সাজায় সেটাই এখন দেখার অপেক্ষা৷ তাই পুজোর আগে শেষ মুহূর্তের কেনাকাটা সেরে ফেলতে ফ্লিপকার্ট ও অ্যামাজন (Flipkart-Amazon sale)৷ এই দুটি অ্যাপের দেওয়া ছাড়গুলির দিকেই চোখ রাখুন৷

Related Articles