Spacial

বাড়ি বসেই বদলে ফেলুন আধারের ‘বিশ্রী’ ছবি, শিখে নিন সহজ পদ্ধতি

Advertisement
Advertisement

Aadhaar Card: বর্তমানে ভারতের সচিত্র পরিচয় পত্র হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ কার্ড হলো আধার কার্ড (Aadhaar Card)। বর্তমানে ভারতে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র পক্ষ থেকে পরিচালিত আধার কার্ড তৈরি করা হয় ব্যবহারকারীর ডেমোগ্রাফিক (Demographic) ও বায়োমেট্রিক (Biometric) তথ্যের মাধ্যমে।

Aadhaar Card

ডেমোগ্রাফিক তথ্যের মধ্যে থাকে গ্রাহকের নাম, স্থায়ী ঠিকানা (Permanent address), জন্ম তারিখ (DOB), বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর (Valid Mobile Number), ইমেল ঠিকানা (Mail Address) ইত্যাদি। এবং বায়োমেট্রিক ডেটার মধ্যে থাকে আইরিস স্ক্যান, আঙুলের ছাপ (Fingerprint) এবং মুখের ফটোগ্রাফ। অনেক সময় আধার কার্ডে ফটো সংক্রান্ত নানা সমস্যা দেখা দেওয়ায় ফটো পরিবর্তনের প্রয়োজন হয়। আগে এই কাজটি করা সহজ না হলেও বর্তমানে অনলাইনের মাধ্যমে সহজেই আধার কার্ডে নিজের ফটো পরিবর্তন করে নিতে পারেন ব্যবহারকারীরাই। জেনে নিন কিভাবে খুব সহজে এই কাজটি সম্পন্ন করবেন।

যে কোনো আধার সেবা কেন্দ্রে (ASK) গিয়ে গ্রাহক যে কোনো সময় নিজের আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন। আধার এনরোলমেন্ট সেন্টার (Aadhaar Enrolment Center) বা তালিকাভুক্তি কেন্দ্রে থাকা আধার সেবা প্রদানকারী ব্যাক্তি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনার আধার কার্ডের ফটো পরিবর্তন করার যাবতীয় পদ্ধতিগুলি সম্পন্ন করে দেবেন।

Aadhaar Card

১) আধার এনরোলমেন্ট সেন্টার (Aadhaar Enrolment Center) বা তালিকাভুক্তি কেন্দ্রে যাওয়ার আগে প্রথমেই অনলাইন বা অফলাইনে একটি অ্যাপয়েন্টমেন্টের সময় নিন।

২) এরপর সময়মতো কাছাকাছি আধার এনরোলমেন্ট বা তালিকাভুক্তি কেন্দ্রে যান৷

৩) প্রয়োজনীয় ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

৪) আধার তালিকাভুক্তি কেন্দ্রের আধিকারিকের কাছে ফর্মটি জমা দিন৷

৫) এরপর আধার সেবা কেন্দ্রের আধিকারিক বা কেন্দ্রের প্রতিনিধি আপনার বায়োমেট্রিক (Biometric) বিবরণ যাচাই করবেন এবং একটি নতুন ছবি ওই জায়গায় দিয়ে দেবেন।

৬) এরপর ফটো পরিবর্তনের জন্য ১০০ টাকা ফি জমা করে দিন।

৭) এখানে একটি স্বীকৃতি স্লিপ দেওয়া হবে আপনাকে। এরপর ৯০ দিনের মধ্যে আপনার আধারে নতুন ছবি আপডেট করা হবে। আপনি চাইলে PVC বা ডিজিটাল নথি ডাউনলোড করতে পারবেন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles