Spacialনিউজ

Thomson Smart TV: ৮ই অক্টোবর থেকে শুরু ফিল্পকার্ট বিগ বিলিয়ন ডে সেল! থমসনের স্মার্ট টিভিতে বিরাট ছাড়

পুজোর মরশুমে বাম্পার অফার, থমসনের স্মার্ট টিভি ও ওয়াসিং মেশিনে আকর্ষণীয় ছাড়

Advertisement
Advertisement

চভারতের ইলেকট্রনিক্স প্রোডাক্টের বাজারে একটি জনপ্রিয় নাম থমসন (Thomson Smart TV)। এই ফ্রেঞ্চ কোম্পানি দীর্ঘদিন ধরে ভারতের বাজারে ব্যবসা করে চলেছে।এবার পুজোর মরশুমে গ্রাহকদের জন্য দারুন অফার নিয়ে আসলো এই কোম্পানি। যেখানে খুবই কম দামে মিলবে সদ্য লঞ্চ হওয়া ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি ও ওয়াসিং মেশিন। থমসনের আর কোন কোন জিনিসের উপর কত ছাড় থাকবে? জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

পুজো উপলক্ষ্যে কেন কাটা শুরু হয়ে গিয়েছে। কেউ নতুন জামা কাপড় নিচ্ছে, তো কেউ মোবাইল, টিভি কিংবা ওয়াসিং মেশিন। আর পুজোর মরশুমে আগামী ৮ই অক্টোবর থেকে ফিল্পকার্টে শুরু হবে ফিল্পকার্ট বিগ বিলিয়ন ডে। আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত চলবে এই সেল। এই সেলে থমসন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট যেমন স্মার্ট টিভি (Thomson Smart TV), ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনার সহ আরো অনেক জিনিসের উপর বিশেষ ছাড়ের দেওয়া হবে।

থমসনের কোন টিভিতে (Thomson Smart TV) কত টাকা ছাড়?

● Thomson 24Alpha001 পাওয়া যাবে ৬,২৯৯ টাকায়,
● 32Alpha007BL পাওয়া যাবে ৭,৯৯৯ টাকায়,
● 32PATH0011 পাওয়া যাবে ৮,৮৮৮ টাকায়,
● 32RT1022 পাওয়া যাবে ৮,৯৯৯ টাকায়,
● 40Alpha009BL পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়,
● 43Alpha005BL পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকায়,
● 55OPMAXGT9030 পাওয়া যাবে ২৯,৯৯৯ টাকায়।

থমসনের ওয়াসিং মেশিনে কত টাকা ছাড়?

● ৭ কেজি TW7000 মডেলটি পাওয়া যাবে ৫,০৫৭ টাকায়,
● ৬.৫ কেজি SA96500N মডেলটি পাওয়া যাবে ৭,৪৯৯ টাকায়,
● ৮ কেজি TSA8000SP মডেলটি পাওয়া যাবে ৮,২৯০ টাকায়,
● ৭.৫ কেজি অটোমেটিক TSAW মিলবে ৮,৩৯৯ টাকায়,
● ৭ কেজি TTL7000S মিলবে ১১,৪৯৯ টাকায়,
● ৭.৫ কেজি TTL7500S মডেলটি পাওয়া যাবে ১২,৪৯৯ টাকায়,
● ৮ কেজি TTL8000S ওয়াসিং মেশিন ১২,৭৯৯ টাকায়,
● ১০ কেজি TTL1010 মিলবে ১৫,২৯৯ টাকায়।

উল্লেখ্য, থমসন বিশ্বকাপ স্পেশাল এডিসনের সঙ্গে বাজারে এনেছিল দুর্দান্ত মডেলের টিভি ও ওয়াসিং মেশিন। যেখানে ৪৩ ইঞ্চি এই স্মার্ট টিভির (Thomson Smart TV) দাম রাখা রয়েছে মাত্র ১৪,৯৯৯ টাকা। এই সেলে টিভির দাম শুরু হচ্ছে ৬,২৯৯ টাকা থেকে। যেখানে ওয়াসিং মেশিনের দাম শুরু হচ্ছে ৫,০৫৭ টাকা থেকে।

Related Articles