Advertisements

রূপে-গুণে দুরন্ত, তরুণ প্রজন্মকে পাগল করতে Yamaha আনছে মনস্টার বাইক, দেখলেই তাক লাগবে

Advertisements

কখনো দারুণ মাইলেজ কখনো দারুন লুক দিয়ে ইয়ামাহা মন মাতাচ্ছে এই প্রজন্মদের। পুজো আসতে আর একমাস মতোন বাকি আর তার আগে তরুণ প্রজন্মের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে প্রস্তুত এই সংস্থা। সম্প্রতি Yamaha ভারতে তাদের একাধিক জনপ্রিয় মডেলের নতুন Monster energy MotoGP edition লঞ্চের ঘোষণা করল‌। জানা যাচ্ছে YZF-R15M ও MT-15 V2.0 বাইক আর Ray ZR স্কুটারের স্পেশ্যাল এডিশন এনেছে সংস্থা।

Monster Energy MotoGP Edition

Yamaha YZF-R15M এর Monster Energy MotoGP Edition এর দাম ১,৯৭২০০ টাকা। যেখানে MT-15 V2.0 এর মূল্য ১,৭২,৭০০ টাকা‌। আর Ray ZR 125 FI Hybrid এর দাম রাখা হয়েছে ৯২,৩৩০ টাকা।

খবর বলছে, সেপ্টেম্বরে তৃতীয় সপ্তাহ থেকেই মনস্টার এনার্জি ইয়ামাহা মোটো জিপি এডিশনের মডেলগুলি সংস্থার ব্লু স্কয়ার আউটলেট থেকে উপলব্ধ হবে। ডিজাইনের কথা বললে YZF-R15M ও MT-15 V2.0 এর ট্যাঙ্ক শ্রাউড, ফুয়েল ট্যাঙ্ক ও সাইট প্যানেলে MOTOGP এডিশনের নকশা ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে Aerox 155 ও Ray ZR স্কুটারের সমগ্র দেহ জুড়ে MotoGP এর কারুকার্য বর্তমান।

নতুন এডিশন লঞ্চের প্রসঙ্গে ইয়ামাহা মোটর ইন্ডিয়া গোষ্ঠীর চেয়ারম্যান জানিয়েছেন তাদের বিশ্বাস নতুন মডেল গুলি লঞ্চের ফলে ক্রেতাদের মধ্যে উদ্দীপনা আরো বৃদ্ধি পাবে। ভারতে এমন অসংখ্য অনুরাগী রয়েছেন যারা ইয়ামাহার MotoGP edition এর স্বাদ পেতে চাই। উল্লেখ্য, প্রতিযোগিতার বাজারে দীর্ঘদিন ধরে নিজের জমি শক্ত করে রাখা সহজ কাজ নয় তবে নিজেদের আপডেট করে এই মুহুর্তে অন্যতম নাম হয়ে উঠেছে Yamaha.

Related Articles