টেক নিউজনিউজ

পুজোর আগেই একগুচ্ছ ধামাকাদার স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, কেনার আগে দেখে নিন লিস্ট

Advertisement
Advertisement

গত আগস্ট মাসে একাধিক নানান সংস্থার মোবাইল বাজারে লঞ্চ হয়েছে। আর সেই মোবাইল নানান চাহিদা পূরণ করতেও সক্ষম। তবে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরে নতুন কয়েকটি আকর্ষণীয় সংস্থার বহুল প্রতিক্ষিত স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আর তার মধ্যে রয়েছে iPhone 15, Vivo V29, Xiaomi 13T। শুধুমাত্র ফ্ল্যাগশিপ নয়, কয়েকটি স্মার্টফোন রয়েছে যেগুলি বাজেটের মধ্যে অবস্থান করছে। তেমনই কয়েকটি স্মার্টফোন নিয়ে আজকের প্রতিবেদন যেগুলি সম্প্রতি লঞ্চ হতে চলেছে।

Honor 90: এই স্মার্টফোনটি মাধব শেঠের নেতৃত্বে ফের ভারতে ফিরেছে। যদিও এটির লঞ্চ হওয়ার তারিখ স্পষ্টভাবে জানা যায়নি তবে এটির দাম অনুমান করা হয়েছে ৪০,০০০ টাকা। ডিভাইসে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে এটি৷ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন১ প্রসেসর রয়েছে। স্মার্টফোনে স্টোরেজ রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং অপরটি ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল মেমোরি। এছাড়া ২০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং সেলফি ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল। স্মার্টফোনের ব্যাটারি রয়েছে ৫০০০ এমএএইচ যা ৬৬ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

Realme Narzo 60x: Narzo সিরিজের নতুন একটি স্মার্টফোন এটি। Narzo 60 ও Narzo 60 Pro সিরিজের পর এটি নতুুন মডেল। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এর পাশাপাশি প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ ৫জি। স্টোরেজের কথা বলতে গেলে ডিভাইসে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। অ্যান্ড্রয়েড ১৩-তে এটি রান করে। মোবাইলে প্রাইমারি ক্যামেরা রয়েছে ৬৪ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা রয়েছে ৮ মেগাপিক্সেল। এর সঙ্গে ব্যাটারি রয়েছে ৫০০০ এমএএইচ যা ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo V29: Vivo সংস্থার নতুন একটি স্মার্টফোন এটি। এই ডিভাইসে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে যার রেজোল্যুশন ২৬০০×১২০ পিক্সেল। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩-তে রান করে। এই ডিভাইসের তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল মনোক্রম সেন্সর রয়েছে। সঙ্গে ব্যাটারি রয়েছে ৪,৬০০ এমএএইচ যা ৮০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে।

Moto G54: মোটোরোলা সংস্থার নতুন একটি স্মার্টফোন এটি। ডিভাইসটি ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ SoC প্রসেসর রয়েছে। ডিভাইসের রয়েছে দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্ট৷ একটি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং অপরটি ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি। প্রাইমারি ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা রয়েছে ১৬ মেগাপিক্সেল। ডিভাইসে ব্যাটারি রয়েছে ৬০০০ এমএএইচ যা ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকবে।

iPhone 15 series: এই সংস্থার চারটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সেগুলি হল iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। iPhone 15-এ রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। প্রসেসর রয়েছে A16। এটিতে প্রাইমারি ক্যামেরা রয়েছে ৪৮ মেগাপিক্সেল এবং ব্যাটারি রয়েছে ৩,৮৭৭ এমএএইচ। iPhone 15 Plus স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং প্রসেসর রয়েছে A16। এটিরও ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল ও ব্যাটারি রয়েছে ৪,৯১২ এমএএইচ। iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max স্মার্টফোনে যথাক্রমে ডিসপ্লে রয়েছে ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি। প্রসেসর রয়েছে A17। দু’টি ডিভাইসে ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল ও ব্যাটারি যথাক্রমে ৩,৬৫০ এমএএইচ ও ৪,৮৫২ এমএএইচ।

Related Articles