টেক নিউজনিউজ

এবার জলের দরে ইন্টারনেট পরিষেবা, দুর্দান্ত রিচার্জ প্ল্যান আনল Jio

Advertisement
Advertisement

সস্তায় পুষ্টিকর জিনিস পেতে কার না ইচ্ছা করে। আর যদি সেটা হয় আপনার ফোনের প্ল্যান, তাহলে তো কথাই নেই। সবারই জানা ভালো সার্ভিস, দুর্দান্ত নেটওয়ার্ক এবং সর্বোপরি সস্তা দামের প্ল্যানের জন্য রিলায়েন্স জিও-র জুড়ি মেলা ভার। সামনেই আইপিএল, এবার ক্রিকেট সিজনকে দর্শকদের কাছে মসৃণ ভাবে তুলে ধরতে এক আকর্ষণীয় নতুন প্ল্যান নিয়ে হাজির জিও।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ২০২০। এই প্রতিযোগিতা আগামী ১০ নভেম্বর অব্দি চালু থাকবে। আর এরই মাঝে এক ধামাকা প্ল্যান আনল জিও। মাত্র ৪৯৯ টাকা বিনিয়োগ করলেই আপনি পেতে পারেন ৫৬ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে হাই স্পিড ডাটা। এখানেই শেষ নয়, পাবেন Disney+Hotstar এর ১ বছরের ভিআইপি সাবস্ক্রিপশন। যদি আপনার ডেইলি ডাটা লিমিট শেষ হয়ে যায় সেক্ষেত্রে ইন্টারনেটের স্পিড নামিয়ে দেওয়া হবে ৬৪ kbps।

মাত্র ৫.৯৫ টাকা খরচ হচ্ছে প্রত্যেক জিবি নেটের জন্য। পাশাপাশি পেয়ে যাচ্ছেন Disney+Hotstar এর সমস্ত কনটেন্ট দেখার সুযোগ। আর এই অফারের নাম রাখা হয়েছে ‘Cricket Dhan Dhana Dhan Jio Dhan Dhana Dhan’ অফার। জানিয়ে রাখি, আপনাদের ইচ্ছা হলেই Disney+Hotstar- এ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আইপিএল দেখতে পারবেন। তবে, চলতি বছরে একটু বদলেছে নিয়ম। এইবারে আইপিএল দেখতে হলে আপনাকে Disney+Hotstar এর কোন একটি সাবস্ক্রিপশন নিতে হবে।

বলে রাখা ভালো, এই প্ল্যান কিন্তু শুধুমাত্র ডাটা প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা অতিরিক্ত কল বা এসএমএস বেনিফিট পাবেন না। তবে, আনন্দের খবর গ্রাহক এই রিচার্জ প্ল্যানের সঙ্গে জিওর সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। অন্যদিকে এই অফারে অনেকেই মনে করছে আইপিএলের লাইভ স্ট্রিমিং দেখা সম্ভব। তবে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ডিজনি এবং হটস্টারের তরফ থেকে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles