টেক নিউজনিউজ

Honda Activa EV: মিলবে ২৮০ কিমি মাইলেজ! খুব শীঘ্রই বাজারে লঞ্চ হবে হোন্ডা অ্যাক্টিভা ইভি

শক্তিশালী মোটর ও দুর্দান্ত মাইলেজের সঙ্গে আসতে চলেছে অ্যাক্টিভা ইভি

Advertisement
Advertisement

জীবাশ্ম জ্বালানির ভান্ডার শেষের দিকে। দিন দিন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। সে দিক মাথায় রেখে বাজরে বৈদ্যুতিক গাড়ির ঠেলে বাইকের চাহিদা বাড়ছে। এই লক্ষ্যে একাধিক সংস্থা নিত্য নতুন মডেলের ইভি বাজারে আনছে। পিছিয়ে নেই হোন্ডা। এই সংস্থা আগামী পাঁচ বছরের মধ্যে ১০টি ইভি লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। এরমধ্যে খুব শীঘ্রই বাজারে লঞ্চ করা হবে নতুন হোন্ডা অ্যাক্টিভা ইভি (Honda Activa EV)।

যে সমস্ত মানুষ দুর্দান্ত মাইলেজের ইভি (Honda Activa EV) কিনতে চান, তাদের জন্য দারুন খবর আনতে চলেছে হোন্ডা। কারণ হোন্ডা অ্যাক্টিভা ইভির নতুন মডেল দুর্দান্ত মাইলেজের সঙ্গে বাজারে আসবে। জানা যাচ্ছে, নতুন অ্যাক্টিভা ইভিতে ২৮০ কিমি মাইলেজ পাওয়া যাবে। একই সাথে এই ইভিতে দেওয়া হয়েছে শক্তিশালী মোটর ও ব্যাটারি সহ আরো অত্যাধুনিক ফিচার্স।

যদিও এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই লঞ্চ করা হবে নতুন হোন্ডা অ্যাক্টিভা ইভি (Honda Activa EV)। গোপন সূত্রে এই ইভির ফিচার্স সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে। সূত্র অনুসারে এই ইভিতে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, ডিজিটাল টাচ স্ক্রিন, স্পিকার রিমোট আনলক, ডিস্ক ব্রেক, অ্যালয় হুইলস, ইউএসবি চার্জার এবং টেলিস্কোপিক সাসপেনশন সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তি লাগানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রির গাড়ি হলো হোন্ডা অ্যাক্টিভা। খুব শীঘ্রই এই বাইকের ইভি (Honda Activa EV) ভার্সান লঞ্চ হবে। তবে কবে লঞ্চ হবে সে বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে আগামী ২০২৬ থেকে ২৭ সালের মধ্যে এই বাইক বাজারে চলে আসবে। গাড়িটি দাম সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

Related Articles